সিঙ্গাপুর, ২৪ অক্টোবর: রাস্তায় নয়, এবার ট্যাক্সি (Taxi) চলবে আকাশে। ২০২৫ সালের মধ্যেই মানুষ বোঝাই করে আকাশে জুড়ে উড়ে বেড়াবে উড়ন্ত ট্যাক্সি (Flying Taxi)। বিশ্বের প্রথম এই উড়ন্ত ট্যাক্সির নাম দেওয়া হয়েছে 'ভোলোকপটার টু এক্স (Volocopter 2x)।' মঙ্গলবার সিঙ্গাপুরের (Singapore) আকাশে সফল উড়ান হয়ে গেল ভোলোকপটারের। এদিন সিঙ্গাপুরের মারিনা বে-তে (Marina Bay) ২ মিনিট পরীক্ষামূলকভাবে এই ট্যাক্সি চালানো হয়। জানা গিয়েছে, রাস্তায় যানজটের সমস্যা থেকে বাঁচতেই এমন অভিনব পরিকল্পনা করা হয়েছে।
এবার শহরের উপর থেকেই শহরের রাস্তা ঘোরা যাবে। ভালোভাবে দেখা যাবে শহরের সব কিছু। তবে আপাতত দেশের মধ্যে নয়, বিদেশের গন্তব্যেই পৌঁছে দেবে উড়ন্ত এই ট্যাক্সি। মঙ্গলবার আকাশে উড়ন্ত ট্যাক্সিকে দেখে নিজেদের আবেগ সামলে রাখতে পারেননি সিঙ্গাপুরবাসী। নিজেদের মোবাইলে (Mobile) বন্দী করে ফেলেন নিমেষেই। যা রীতিমত ভাইরাল (Viral) হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ট্যাক্সির পরিকল্পক সিঙ্গাপুরের মেরিনা বে-তে পরীক্ষা চালানোর আগে জার্মানি, দুবাই এবং ফিনল্যান্ডে পরীক্ষা চালিয়েছেন উড়ন্ত ট্যাক্সির। এই প্রসঙ্গে ভোলোকপটারের প্রধান নির্বাহী (সিইও) ফ্লোরিয়ান রিউটার বলেছেন, "সিঙ্গাপুরে আজকের এই উড়ানটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে উন্নত ফ্লাইট (Flight) ছিল। যাত্রা শুরুর আগে যানটি যেমন অবস্থায় ছিল যাত্রা শেষের পরেও ঠিক তেমন অবস্থাতেই পাওয়া গিয়েছে এটিকে। একই সময়ে, আমরা এয়ার ট্যাক্সি বোর্ডিং এবং রক্ষণাবেক্ষণ পরিষেবাদির বাস্তব চিত্র প্রদর্শনের মাধ্যমে একটি প্রোটোটাইপ প্রদর্শন করছি। গতকাল মানুষ যে অভিজ্ঞতা (Experience) সঞ্চয় করেছে তা নিশ্চিতভাবে আগে কখনও করেনি।" আরও পড়ুন: No Trace Of Vikram Lander: চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের খোঁজ পেল না নাসা
Behold the #Volocopter2X flying over #MarinaBay! Its the first time ever, an #eVTOL #airtaxi flew piloted through a city center.
Find out all details here: https://t.co/vMl1W3dQgm#mobility #VoloFliesSingapore #eVTOL #UAM #future #technology #innovation pic.twitter.com/rFrOuDiWmH
— Volocopter (@volocopter) October 23, 2019
সংস্থাটি এয়ার ট্যাক্সির (Air Taxi) জন্য নকশাকৃত রেডি-টু-ফ্লাই এয়ারক্র্যাফ্ট আকারে বৈদ্যুতিন মাল্ট্রোটর হেলিকপ্টারগুলির নকশায় করা হয়েছে। দুটি আসন বিশিষ্ট ভোলোকপ্টার টু এক্সের পরিকল্পনা করা হয়েছিল ২০১৩ সালে। ২০১১ সালে এক আসন বিশিষ্ট ভোলোকোপ্টার ভিসি টু প্রোটোটাইপ থেকে বিবর্তিত হয়েছে এটি।