No Trace Of Vikram Lander: চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের খোঁজ পেল না নাসা
ল্যান্ডার বিক্রম (Photo Credits: IANS)

ওয়াশিংটন, ২৩ অক্টোবর: চাঁদের (Moon) মাটিতে চন্দ্রযান ২-র (Chandrayaan-2) ল্যান্ডার 'বিক্রমের' (Vikram Lander) কোনও খোঁজ পেল না আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। সম্প্রতি নাসার মকাশযান লুনার রিকনাইস্যান্স অরবিটার (LRO) চাঁদের কাছ দিয়ে যায়। যদিও বিক্রমের কোনও চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে 'সিম্পেলিয়াস এন' এবং 'ম্যানজিনাস সি' এই দুটি ক্রেটারের মাঝে সমতলভূমিতে অবতরণের কথা ছিল ল্যান্ডার বিক্রমের। কিন্তু চাঁদের মাটি ছোঁয়ার আগেই সেটার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরো (ISRO)-র পাঠানো চন্দ্রযান-২-এ থাকা অরবিটার ও ইসরোর গ্রাউন্ড স্টেশনের।

নাসার LRO মিশনের প্রকল্প বিজ্ঞানী নোয়া এডওয়ার্ড পেট্রো সংবাদসংস্থা PTI-কে ইমেলে জানিয়েছেন, ল্যান্ডার বিক্রমের যে স্থানে অবতরণের কথা ছিল ১৪ অক্টোবর সেই স্থানের ছবি তুলেছে লুনার রিকনোসায়েন্স অরবিটারে লাগানো ক্যামেরা। বিজ্ঞানীরা এই ছবিগুলি পর্যবেক্ষণ করে বিক্রমের কোনও চিহ্ন পাননি। নাসার আরেক বিজ্ঞানী জন কেলার বলেন, "খুব সম্ভবত বিক্রম ছায়াতে লুকিয়ে রয়েছে বা অনুসন্ধানের বাইরে রয়েছে। নিম্ন অক্ষাংশের কারণে প্রায় ৭০ ডিগ্রি দক্ষিণের এই অঞ্চলটি কখনও ছায়ামুক্ত হয় না।" আরও পড়ুন: Mamata Banerjee: সুনীল গাঙ্গুলির প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে মমতা ব্যানার্জির টুইট

এর আগে ১৭ সেপ্টেম্বর ল্যান্ডার বিক্রমের যে স্থানে অবতরণের কথা ছিল সেই স্থানের ছবি তুলেছিল লুনার রিকনাইস্যান্স অরবিটার (LRO)। বিক্রমের অবতরণ স্থলের হাই-রেজোলিউশন ছবি প্রকাশ করেছিল নাসা। তবে বিক্রম এখন ঠিক কোথায় রয়েছে, তা এখনও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। তারা আরও জানিয়েছিল যে চাঁদের বুকে আছড়েই পড়েছিল চন্দ্রযান ২-র ল্যান্ডার বিক্রম।