Saif Ali Khan, Attacker (Photo Credit: Instagram/X)

মুম্বই, ১৬ জানুয়ারি: সইফ আলি খানের (Saif Ali Khan) বাসভবনে ঢুকে হামলা চালিয়ে তাঁকে ক্ষতবিক্ষত করে দেয় এক দুষ্কৃতী। সইফ যখন নিজের ঘরে ৪ বছরের কনিষ্ঠ পুত্র জেহ-কে (Jeh) নিয়ে শুয়েছিলেন, সেই সময় দুষ্কৃতী সেখানে ঢুকে পড়ে। সইফের ঘরে ঢুকেই ওই ব্যক্তি ১ কোটি টাকা দাবি করে। এমনই জানান সইফ-করিনার বাড়িতে কর্মরত নার্স এলিয়ামা ফিলিপ। পরিবারকে বাঁচানোর জন্য করিনা এবং ছেলেদের অন্য ঘরে পাঠিয়ে দেন সইফ। সেই সময় সইফের সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতিতে ছুরির কোপ দিতে শুরু করে দুষ্কৃতী। সইফের গলা, কাধ, হাতে দুষ্কৃতী কোপাতে শুরু করে। ওই সময় ইলিয়ামা ফিলিপের পাশাপাশি গীতা নামে আরও এক কর্মী ছুটে আসেন এবং দুষ্কৃতীর সঙ্গে হাতাহাতি শুরু করে দেন। তাঁদের চিৎকারে অন্য কর্মীরা আসার আগেই পালিয়ে যায় হামলাকারী। কিন্তু ততক্ষণে সইফের শরীর বেয়ে রক্ত ঝরে পড়তে শুরু করে।

আরও পড়ুন: Saif Ali Khan Stabbed: সইফকে কোপানোর পর তরতর করে সিঁড়ি দিয়ে নেমে যায় হামলাকারী, সিসিটিভির দিকে তাকায় মুহূর্তে; দেখুন ভিডিয়ো

ঘটনার জেরে ঘাবড়ে যান করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। তিনি সঙ্গে সঙ্গে সইফের জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিমকে (Ibrahim Ali Khan) ফোন করেন। ইব্রাহিম ব্যান্দ্রায় সইফের বাসভবেন পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যান।

লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় করিনাদের গাড়ির কোনও চালক সেখানে ছিলেন না। করিনা নিজেও গাড়ি চালাতে পারেন না। ফলে ইব্রাহিম বাবাকে নিয়ে অটোয় চেপে লীলাবতী হাসপাতালে ভর্তি করেন।

প্রসঙ্গত সইফ-করিনার বাড়িতে যে দুষ্কৃতী হামলা চালায়, সে আগে থেকেই তারকা দম্পতির কনিষ্ঠ পুত্র দেহ-র ঘরে ঝুকে বসেছিল বলে জানা যাচ্ছে।