Saif Ali Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ জানুয়ারি: বুধবার মাঝরাতে যেভাবে সইফ আলি খানের ( Saif Ali Khan) উপর হামলা হয়, তা নিয়ে আতঙ্কিত গোটা তারকা মহল। সইফকে দেখতে লীলাবতী হাসপাতালে বৃহস্পতিবার ছুটে যন শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই সঙ্গে বলিউড থেকে দক্ষিণী সিনেমা জগতের একাধিক তারকা সইফের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেন। লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানান, সইফ আলি খানকে ২.৫ মিটার লম্বা একটি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ওই হামলার পরই শিড়দাঁড়া থেকে তরল বেরোতে শুরু করে।  সইফের ব্যান্দ্রার বাসভবনে চুরির উদ্দেশ্যেই ঢোকে দুষ্কৃতীরা। চুরিতে বাধা পেয়ে সইফের উপর চলে হামলা।

আরও পড়ুন: Saif Ali Khan Stabbed: 'মুসলিম অভিনেতারা ভারতে জীবন সঙ্কটের মুখে পড়ছেন', সইফের উপর হামলায় মন্তব্য পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর

লীলাবতী হাসপাতালে নিউরোসার্জেন চিকিৎসক নীতিন দাঙ্গে জানান, সইফের শিড়দাঁড়ায় যেভাবে লম্বা করে আঘাত করা হয়, তাতে সেখান থেকে তরল বের হতে শুরু করে। থোরাসিস স্পাইনাল কড ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি হন সইফ। এমনই জানান চিকিৎসকরা। ফলে হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গে সইফের অস্ত্রোপচার করা হয়। প্রথম অস্ত্রোপচারের পর সইফ আলি খানের কসমেটিক সার্জারিও করা হয়।