নয়া দিল্লি, ১৭ জানুয়ারিঃ জাতীয় রাজধানীতে শীতের দাপট অব্যাহত। শীতের সঙ্গে পাল্লা দিয়ে দিল্লির আকাশে ধোঁয়াশার রাজত্ব চলছে। ঘন কুয়াশার কারণে আকাশের দৃশ্যমানতা শূন্য নেমে যাচ্ছে প্রায়ই। যার জেরে প্রায় নিত্যই ভোগান্তিতে পড়তে হচ্ছে বিমানযাত্রাকে। বিপাতে পড়ছেন যাত্রীরা। শুক্রবার দিল্লি (Delhi) এবং এনসিআর (NCR) অঞ্চলে ঘন কুয়াশার কারণে আকাশের দৃশ্যমানতার শূন্যে নেমে গিয়েছে। যার ফলে এদিন প্রায় ২০০টি বিমানের উড়ানের সময় পিছিয়ে দিতে হয়েছে। ১০টি বিমানযাত্রা বাতিল করে দেওয়া হয়েছে।
এদিন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ মিলিয়ে প্রায় এক ডজন বিমানবন্দরে শূন্য দৃশ্যমানতার চিত্র ধরা পড়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) তথ্য অনুসারে, দিল্লির পালাম বিমানবন্দর, পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দর, উত্তরপ্রদেশের বারাণসী, আগ্রা এবং লখনউ বিমানবন্দরে সকাল সাড়ে ৫টায় দৃশ্যমানতা ছিল শূন্যে।
শুক্রবার ভোর থেকেই রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চল ঢেকেছে ধোঁয়াশার পুরু আস্তরণে। নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ২১৭টি ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। সকাল ১০টায় কমপক্ষে ১৪৯টি বিমানের উড়ান গড়ে ২৫ মিনিট করে পিছান হয়েছে। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। বৃহস্পতিবার সকালে যা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে হাওয়া অফিসের তরফে ঘন থেকে খুব ঘন কুয়াশার কারণে দিল্লিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশার কমলা সতর্কতার কারণে কেবল বিমান পরিষেবাই নয়, দিল্লির মহাসড়ক এবং রেল পরিষেবাও ব্যাহত হচ্ছে।