শীতকাল হোক বা গ্রীষ্ম, ব্ল্যাকহেডসের সমস্যা যেকোনও সময়ে দেখতে পাওয়া যায়, এর ফলে মুখের সৌন্দর্য নষ্ট হয়। এই ব্ল্যাকহেডসের সমস্যা দূর করার জন্য স্ক্রাব খুবই উপকারী। তবে এই স্ক্রাব ঘরোয়া পদ্ধতিতে তৈরি হলে এর উপকার কয়েক গুণ বেড়ে যায়। চিনি দিয়ে তৈরি ঘরোয়া ফেস স্ক্রাব মুখের ব্ল্যাকহেডস কমাতে কার্যকর। চিনি এবং ক্রিম দিয়ে তৈরি এই ঘরোয়া স্ক্রাব ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে এবং ত্বক নরম ও উজ্জ্বল হয়ে ওঠে। চলুন জেনে নেওয়া যাক এই স্ক্রাব তৈরি করার পদ্ধতি।
চিনি এবং ক্রিমের স্ক্রাব তৈরি করার জন্য প্রয়োজন ১ টেবিল চামচ ক্রিম এবং ১ টেবিল চামচ গুঁড়ো চিনি। এই স্ক্রাবের জন্য দুধের ক্রিম ব্যবহার করতে হবে। স্ক্রাব তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার হালকা হাতে মুখে ভালো করে ঘষে নিতে হবে। প্রায় ৫ মিনিট স্ক্রাব করে এবং তারপর পরবর্তী ৫ মিনিটের জন্য মুখে রেখে দিয়ে ১০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। বাড়িতে ক্রিম না থাকলে চিনির গুঁড়ো সরাসরি স্ক্রাব হিসেবেও ব্যবহার করা যেতে পারে। গুঁড়ো করা চিনি ব্ল্যাকহেডস পরিষ্কার করে এবং কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখলে মুখে উজ্জ্বলতা আসে।