TCS (Photo Credit: Facebook)

TCS Hiring Alert: দারুণ খবর! TCS-এ চাকরির বড় সুযোগ (IT Jobs)। বিপুল পরিমাণ কর্মী নিয়োগের ঘোষণা করল জনপ্রিয় আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস। বিগত কয়েক বছরে আইটি সংস্থাগুলিতে মন্দা চলছিল। প্রচুর কর্মী ছাঁটাই হয়েছে এই সময়কালের মধ্যে। তবে চাকরি ছাঁটাইয়ের খবরের মাঝে বড় ঘোষণা করল টিসিএস। নতুন বছরে প্রচুর পরিমাণে ফ্রেশার (Freshers) নিয়োগ করতে চলেছে ভারতের এই গুরুত্বপূর্ণ আইটি সংস্থা।

টিসিএসের (TCS) মুখ্য এইচ আর অফিসার মিলিন্দ লাক্কাদ (Milind Lakkad) জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৪০,০০০ ফ্রেশার নিয়োগ করা হবে সংস্থায়। পাশাপাশি তিনি এও জানান, আগামী বছর ২০২৬ সালে আরও স্নাতক নিয়োগ করবে টিসিএস। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর জুড়ে টাটা কনসালটেন্সিতে কর্মী সংখ্যা হ্রাস পেয়েছে। একাধিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, সংস্থায় ৫ হাজার ৩৭০ জন কর্মী হ্রাস পেয়েছে। ফলে বর্তমানে টিসিএস-এ কর্মী সংখ্যা ৬,১২,৭২৪ থেকে কমে ৬,০৭,৩৫৩ জনে দাঁড়িয়েছে।

আইটি সংস্থায় কর্মী ছাঁটাইয়ের ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তার একটা বিরাট ভূমিকা রয়েছে। এই প্রসঙ্গে মিলিন্দ জানান, ভারতে ঘরে ঘরে প্রতিভা রয়েছে। আর এটাই টিসিএসের মূল শক্তি। ফ্রেশারদের আরও বেশি করে সুযোগ দেওয়ার অর্থই হল, তাঁদের শেখানো ঠিক কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে খাপ খাওয়ানো যায়।