নয়াদিল্লি: ইজরায়েল ও হামাস (Israel-Hamas) যুদ্ধবিরতি ঘোষণার পর যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের প্রতি ভারত মানবিক সাহায্যের হাত বাড়াচ্ছে! ভারতে নিযুক্ত প্যালেস্তাইন দূতাবাসের চার্জ আবেদ এলরাজেগ আবু জাজের (Abed Elrazeg Abu Jazer) বৃহস্পতিবার বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের প্রতি মানবিক সাহায্যে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সহায়তা প্রদানে ভারতের ভূমিকা সম্পর্কে আশাবাদী প্যালেস্তাইন রাষ্ট্রদূত বলেন, ‘গাজায় ভারতের পতাকা দেখতে চাই...।’
আবু জাজের ভারত ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘ ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে ভারত স্বাধীন হওয়ার আগে থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে। আমরা ভারতের ভূমিকার জন্য আগ্রহী, অধীর আগ্রহে অপেক্ষা করছি।
ইজরায়েল-হামাসের মধ্যে প্রায় ১৫ মাস ধরে চলা যুদ্ধের অবশেষে অবসান। ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হয়, তারপর থেকে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। আমেরিকা এবং কাতারের মধ্যস্থতায় ইজরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে।
কাতারে ইজরায়েল-গাজা যুদ্ধবিরতির চুক্তির কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন ৷ এছাড়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন বলেন, ‘রবিবার থেকে এই যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হবে ৷’