Shaheen Afridi

টি টোয়েন্টি-তে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির শুরুটা খারাপ হল। বাবর আজম সরে দাঁড়ানোর পর টি২০-তে আফ্রিদি জমানার শুরুতে নিউ জিল্যান্ডের কাছে ৪৬ রানে হারাল পাকিস্তান। শুক্রবার অকল্যান্ডে কিউইদের কাছে খারাপ বোলিং, জঘন্য ফিল্ডিং, হতাশজনক ব্যাটিং করে হারল পাকিস্তান। অকল্যান্ড পার্কের একেবারে ছোট মাঠে প্রথমে ব্যাট করে নিউ জিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে করে ২২৬ রান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮০ রান করে। ২৭ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার হলেন কিউই তারকা ব্যাটার ড্যারি মিচেল। হাফ সেঞ্চুরি করলেও বিশাল বড় টার্গেটের সামনে তুলনায় ধীরগতির ব্যাটিং করায় সমালোচিত হলেন বাবর আজম (৩৫ বলে ৫৭)।

শুরুতে ঝড় তুললেও খুব বেশীক্ষণ টিকতে পারেননি পাক ওপেনার সাইম আয়ুব (৮ বলে ২৭)। তেমন কিছু করতে পারেননি মহম্মদ রিজওয়ান (১৪ বলে ২৫), ফকহর জামান (১৫), ইফতিকার আহমেদ (১৭ বলে ২৪)। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে একেবারে ব্যর্থ হলেন শাহিন আফ্রিদি। বল হাতে ৪ ওভারে ৪৬ রান দেওয়ার পর ব্য়াট হাতে শূন্য রানে আউট হন আফ্রিদি। পাকিস্তানের ইনিংসকে একাই শেষ করলেন কিউই পেসার টিম সাউদি। ২৫ রানে ৪ উইকেট নিলেন সাউদি। আন্তর্জাতিক টি-২০-তে প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের নজির গড়লেন সাউদি। আরও পড়ুন-বাংলার বিরুদ্ধে ৬০ রানে অল আউট উত্তরপ্রদেশ, ২০ ওভারেই শেষ নীতীশ রানারা

দেখুন খবরটি

পাকিস্তান বোলারদের একেবারে ক্লাবস্তরে নামিয়ে আনেন কিউই ব্যাটাররা। কিউইওপেনার ফিন অ্য়ালেন (১৫ বলে ৫৭), কেন উইলিয়ামসন (৪২ বলে ৫৭) শুরুটা ভাল করেন। তারপর ডেরি মিচেল ২৭ বলে ৬১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। শাহিন আফ্রিদিদের পিটিয়ে ৪টি বাউন্ডারি, ৪টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে মিচেলের যখন ৬১ রানে আউট হন, তখন তাঁর স্ট্রাইক রেট দাঁড়ায় ২২৬। আন্তর্জাতিক টি-২০-তে এটাই যে কোনও দেশের বিরুদ্ধে করা নিউ জিল্যান্ডের সর্বোচ্চ স্কোর।

শেষের দিকে মার্ক চ্যাপম্যান (১১ বলে ২৬) ভাল খেলে দলের রানকে ২২৬-এ নিয়ে যান। অকল্যান্ড পার্কে অফসাইডে মাঠের দৈর্ঘ্য ছিল মাত্র ৪৭ মিটার। যা আন্তর্জাতিক মানের থেকে অনেকটাই কম, কিন্তু যেহেতু মাঠের মাপ নির্ধারণের অনেক আগে থেকেই অকল্যান্ড পার্কে আন্তর্জাতিক খেলা হয়, তাই এখানে খেলা হওয়ার ছাড়পত্র দেয় আইসিসি।