প্যারিস, ৩০ অগাস্ট: নীরজ চোপড়া ক'দিন আগে যেটা প্যারিসে একটুর জন্য পারেননি, সেটাই প্যারালিম্পিক্সে করে দেখালেন ভারতের তারকা প্যারা শ্যুটার অবনী লেখারা (Avani Lekhara)। টানা দুটো প্যারিলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস গড়লেন রাজস্থানের সোনার মেয়ে অবনী। টোকিও প্যারালিম্পিক্সে দেশের প্রথম মহিলা হিসেবে সোনা জেতার ইতিহাস গড়েছিলেন জয়পুরের ২৩ বছরের শ্য়ুটার অবনী। আর এবার প্যারিস প্যারালিম্পিক্সে সোনা ধরে রেখে নজির গড়লেন অবনী। প্রসঙ্গত, গ্রীষ্মকালীন অলিম্পিক্সে পিভি সিন্ধু, মানু ভাকের, সাইনা নেহওয়াল, সাক্ষী মালিক, কর্ণম মালেশ্বরী, লভলিনা-রা পদক জিতলেও এখনও কোনও মহিলা সোনা জিততে পারেননি। এদিকে, টানা দুটো প্যারালিম্পিকে সোনা জেতা হয়ে গেল অবনী লেখারা-রা।
তিনিই অলিম্পিক বা প্যারালিম্পিক্সে প্রথমবার ব্যক্তিগত বিভাগে টানা গেমসে সোনা জয়ী ভারতীয় অ্য়াথলিট। দুটো প্যারালিম্পিক্সেই মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের SH1 বিভাগে সোনা জিতলেন অবনী। প্রসঙ্গত, প্যারালিম্পিক্সে প্রতিযোগিদের শারীরিক প্রতিবন্ধকতার বিচার করে কতগুলো ভাগে ভাগ করা হয়। শারীরিক প্রতিদ্বন্দ্বিতার বিচারে অবনী খেলছেন শ্যুটিংয়ের SH1 বিভাগে। প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকে না বাজলেও, প্যারিস প্যারালিম্পিক্সের পোডিয়ামে বাজল ভারতের জাতীয় সঙ্গীত। আরও পড়ুন-
লর্ডসের রেকর্ড শতক সদ্য প্রয়াত গ্রাহাম থর্পকে উৎসর্গ করলেন জো রুট
দেখুন প্যারিস প্যারালিম্পিক্সে সোনা জিতলেন অবনী লেখারা। প্যারিসে পোডিয়ামে বাজল ভারতের জাতীয় সঙ্গীত--
Goosebump Moments!
India's🇮🇳 National Anthem Playing at Avani Lekhara's Victory Ceremony at Paris 2024 Paralympic Games!#Paris2024 #Cheer4Bharat #Paralympics2024@mansukhmandviya @MIB_India @PIB_India @IndiaSports @Media_SAI @AkashvaniAIR @ParalympicIndia @PCI_IN_Official… pic.twitter.com/TQopka00zZ
— Doordarshan Sports (@ddsportschannel) August 30, 2024
২০১২ সালে জয়পুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও প্যারালাইসিস (প্যারাপ্লেজিয়া) হয়ে গিয়েছিল অবনীর। কিন্তু সেখান থেকে হার না মেনে চরম শারীরিক প্রতিদ্বন্দ্বিতা নিয়েই ২০১৫ সাল থেকে শ্য়ুটিং রেঞ্জে নেমে পড়েন। বছর দুয়েকের মধ্যেই এশিয় সেরা প্যারা শ্য়ুটারদের তালিকায় ঢুকে পড়েন তিনি। অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত বিভাগে প্রথমবার সোনা জয়ী শ্যুটার অভিনব বিন্দ্রার অন্ধ ভক্ত বলে নিজেকে পরিচয় দেন অবনী। অভিনবের মতই অবনী সোনা জেতেন অলিম্পিকে (প্যারা)।
২০২০ টোকিও প্য়ারিলিম্পিকে দেশের প্রথম মহিলা হিসেবে সোনা জিতে নজির গড়েন অবনী। টোকিও প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলে সোনার পাশাপশি ৫০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছিলেন ২৩ বছরের রাজস্থানের শ্যুটার। আইনের ছাত্রী অবনী প্রথমে তিরন্দাজিতে প্রশিক্ষণ নিয়েছিলেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন লক্ষ্যভেদের অন্য খেলা শ্যুটিং তাঁর বেশী ভাল লাগে।