দিল্লি, ৭ এপ্রিল : কখনও কোনও জঙ্গলকে (Forest) নিঃশ্বাস নিতে দেখেছেন! জঙ্গলের বুক চিরে স্পন্দন লক্ষ্য করেছেন! এবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হল। যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
ট্যুইটারে ওই ভিডিয়ো দেখার পর বিভিন্নরকম মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। কেউ বলতে শুরু করেন, ভূমিকম্পের (Earthquake) জেরে কাঁপছে জঙ্গল। কেউ আবার বলতে শুরু করেন, জঙ্গলের গভীরে এমন কোনও শক্তি রয়েছে, জার জেরে কাঁপছে বিশাল ওই অঞ্চল। কেউ আবার ওই বনাঞ্চলের কম্পনকে 'ম্যাজিক' বলে তুলনা করেন। সবকিছু মিলিয়ে জঙ্গলের শ্বাসপ্রশ্বাসের (Breathing Forest) ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নজর কেড়ে নেয় নেটিজেনদের।
আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : 'বুদ্ধি' করে ভোট দিন, ঐন্দ্রিলার আবেদনে জল্পনা
দেখুন...
Stuff like this is why people believed in magic and monsters and made stories to explain what they saw.
— Dr. Two Pointy Habits (@EyeceKnits) April 3, 2021
WOW that's awesome!! Have to say though reminds me of something you'd see in a Stephen King movie. If you saw this and didn't know what was going on it would scare the pants off of you.
Scary stuff
— Debra Smessaert (@sunshine11852) April 5, 2021
The breathing Forest.
This is a result of a excess space under a trees root system and strong winds. The wind blows the trees above ground & pull the trees root systems back & forth causing this phenomenon. I would shit my pants if I saw this and had no idea what was going on. pic.twitter.com/zeaZZZCcC9
— Science & Nature (@ScienceIsNew) April 2, 2021
The breathing Forest.
This is a result of a excess space under a trees root system and strong winds. The wind blows the trees above ground & pull the trees root systems back & forth causing this phenomenon. I would shit my pants if I saw this and had no idea what was going on. pic.twitter.com/zeaZZZCcC9
— Science & Nature (@ScienceIsNew) April 2, 2021
গভীর জঙ্গলের নিঃশ্বাস প্রশ্বাসের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তার পিছনের কারণ নিয়েও জোর জল্পনা শুরু হয়। 'ব্রিদিং ফরেস্টের' রহস্য ভেদ করতে কারণ খুঁজতে শুরু করেন বিজ্ঞানীরা। জানা যায়, ওই বিশাল বনাঞ্চলের প্রত্যেকটি গাছের নীচে রয়েছে ফাঁকা জায়গা। পাশাপাশি গাছের শিকড়ের নীচের ওই বিশাল ফাঁকা জায়গা দিয়ে শক্তিশালী হাওয়া বয়ে যায় অনবরত। তার জেরেই ওই 'ব্রিদিং ফরেস্ট' তৈরি হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন : Kareena’s newborn baby : অবিকল তৈমুর? ভাইরাল করিনার দ্বিতীয় সন্তানের ছবি
যদিও ওই 'ব্রিদিং ফরেস্ট' তৈরির পিছনে কারণ যা-ই হোক না কেন, তা যে নেট জনতার নজর কেড়ে নিয়েছে, তা বেশ স্পষ্ট।