কষ্ট করে মানুষ করেছেন মেয়েকে। স্বপ্ন ছিল আইএএস (IAS) অফিসার হবে মেয়ে। সে স্বপ্নকে বাস্তবের রূপ দিয়েছে। সে এখন দেশের আইএএস অফিসার। গর্বে বুক ফাটছে পুলিশ (Police) বাবার। আর তাই 'বাবা দিবসে' (Fathers Day) মেয়েকে রিটার্ন গিফট দিলেন বাবা। প্রথম দিন নিজের অ্যাকাডেমিতে মেয়েকে স্যালুট (Salute) জানালেন বাবা। এই মুহূর্তের ছবি ভাইরাল (Viral) হল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বাবা-মেয়ের এমন মন ভালো করা মুহূর্ত দেখে আবেগে ভাসছে নেটপাড়া।
গতকাল ১৬ জুন ছিল পিতৃদিবস, অর্থাৎ জীবনের সুপার হিরোদের দিন। নিজেদের সবটুকু উজাড় করে ছেলেমেয়ের স্বপ্ন বুনতে সাহায্য করেন যে হিরোরা, তাঁদের দিন। ঠিক তেমনই আইএএস অফিসার উমা হারাথির জীবনের সুপার হিরো তাঁর বাবা ভেঙ্কটেশ্বরুলু। বর্তমানে তেলঙ্গানা স্টেট পাবলিক সার্ভিস অ্যাকাডেমির ডেপুটি ডিরেক্টর তিনি। পিতৃদিবসে বাবার অ্যাকাডেমিতেই প্রশিক্ষণের জন্য আসেন উমা। আইএএস অফিসারকে স্বাগত জানানোর দায়িত্ব পড়ে ডেপুটি ডিরেক্টরর উপরেই। হাসি মুখে আইএএস কন্যাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান তিনি। শেষে জানান স্যালুট। মেয়ের মুখে খুশির হাসি, যাতে লুকিয়ে অনেকটা আবেগ। বাবা-মেয়ের এমন সুন্দর মুহূর্তের সাক্ষী থাকল তেলঙ্গানা স্টেট পাবলিক সার্ভিস অ্যাকাডেমি। এরপর একসঙ্গে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে এই ছবি। আর তা জিতে নিয়েছে নেটিজেনদের মন। উমার মাথায় আশীর্বাদের হাত রেখেছেন নেটিজেনদের একাংশ। আর ভেঙ্কটেশ্বরুলুর জন্য এক পাহাড় সম্মান! প্রসঙ্গত, ২০২২ সালে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন উমা হারথি। গোটা দেশে তিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। বর্তমানে মারি চেন্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রবেশনারি অফিসার উমা।