Ajinkya Rahane (Photo Credit: @CricSuperFan/ X)

কলকাতা, ৩ মার্চ: নাইট সংসারে ফের মুম্বইয়ের নেতা। মুম্বইয়ের টি-২০অধিনায়ক শ্রেয়স আইয়ারের ছেড়ে যাওয়া নাইট সিংহাসনে বসছেন এবার আরব সাগরের তীরের রঞ্জি অধিনায়ক আজিঙ্কা রাহানে।   ৩৭ বছরের আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)-কে অধিনায়কের দায়িত্ব দিল কলকাতা নাইট রাইডার্স। ক মাস আগে নিলামে দেড় কোটি টাকায় রাহানে-কে কেনার পিছনে তাঁকে অধিনায়ক করার পরিকল্পনা ছিল কেকেআর ম্য়ানেজমেন্টের। তবে ভেঙ্কটেশ আইয়ার-কে নেতৃত্ব ভার দেওয়া নিয়েও জল্পনা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ক্যাপ্টেন রাহানের ডেপুটি করা হল সাড়ে ২৩ কোটি টাকার ভেঙ্কটেশ আইয়ার-কে। রঞ্জিতে মুম্বইয়ের অধিনায়ক রাহানে দেশের জার্সিতে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে ও ২০টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেছেন। শ্রেয়স আইয়ারের আগে কেকেআর-এর নেতৃত্বে ছিলেন দীনেশ কার্তিক।

রাহানের অভিজ্ঞতা, লড়াকু মানসিকতাকে কাজে লাগাতে চায় নাইটরা

বছর দুয়েক আগেও অনেকে ধরেই নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ার প্রায় শেষ হতে চলা রাহানে-কে আর হয়তো কোনও ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখাবে না। ২০২১ আইপিএলে রাহানে মাত্র ২টি ম্যাচ খেলেছিলেন। ২০২০ আইপিএলে ৯টা ম্যাচ খেলে সেভাবে কিছুই করতে পারেননি। কিন্তু রাহানের আইপিএলের কেরিয়ারে মোড় ঘোরে ২০২৩ আইপিএলে। এমএস ধোনির চেন্নাই সুপার কিংসে ২০২৩ আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন রাহানে। ৩২৬ রান করে ধোনিদের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা ছিল মুম্বইয়ের তারকা ক্রিকেটারের।

নাইটদের নেতৃত্বে রাহানে

রাহানের ফর্ম কেমন

তবে গত আইপিএলে (2024 IPL) তেমন কিছুই করতে পারেননি রাহানে। টুর্নামেন্টে ১৩টা ম্যাচ খেলে একটাও হাফ সেঞ্চুরি করতে পারেননি। স্ট্রাইক রেটও তেমন বলার মত ছিল না। আইপিএলে রাহানের পারফরম্যান্স গ্রাফটা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। ২০১২ আইপিএলে প্রথমবার খেলার সুযোগ পেয়ে পুরো মরসুমে ৬৫০ রান করে সবার নজর কেড়েছিলেন। কলকাতা, চেন্নাই ছাড়া আইপিএলে মুম্বই, রাজস্থান, পুণে সুপারজায়েন্টস, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন রাহানে।