Govinda and Sunita Ahuja (Photo Credits; X)

মুম্বই, ১ মার্চঃ বলিউড অভিনেতা গোবিন্দা এবং স্ত্রী সুনীতা আহুজার (Govinda-Sunita Ahuja Divorce) বিবাহবিচ্ছেদের গুঞ্জনে শোরগোল পড়ে গিয়েছে ভক্তমহলে। দীর্ঘ ৩৭ বছরের বিবাহিত সম্পর্কে সত্যিই কি ইতি টানতে চলেছেন প্রবীণ তারকা?

যশবর্ধন এবং টিনা দুই সন্তান রয়েছে গোবিন্দা এবং সুনিতা। দুজনই সাবালক। অভিনেতার বয়স ৬১ ছুঁয়েছে। ষাট পার করে নাকি মেয়ে টিনার থেকে ছোট বয়সী এক মরাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন গোবিন্দা! আর সেই কারণে নাকি দুজনে আলাদা থাকা শুরু করেছেন। গোবিন্দা থাকেন নিজের বাংলোয়। আর সুনীতা উল্টো দিকের একটি বাড়িতে। কয়েক দিন ধরেই সমাজমাধ্যম থেকে ভক্তমহল সব জায়গাতেই দাবালনের মত ছড়িয়ে পড়ে সেই গুঞ্জন।

অভিনেতার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যখন চর্চা তুঙ্গে উঠেছে, সেই সময় মুখ খুললেন গোবিন্দা পত্নী। শনিবার রাতে সুনীতার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে দুজনের আলাদা থাকার কারণ দর্শাতে দেখা গিয়েছে। সুনীতা বললেন, গোবিন্দা যখন রাজনীতিতে ঢুকলেন তখন কর্মকর্তারা বাড়িতে আসা যাওয়া শুরু করেন। এদিকে মেয়ে টিনা বড় হচ্ছে। তিনিও বাড়িতে ছোট পোশাক পড়তেন। ফলে তিনি বাড়ির সামনেই একটি অফিস নেন। পাশাপাশি সুনিতা এও জোর গলায় বলেন, তাঁকে এবং গোবিন্দাকে আলাদা করতে পারবে এমন ক্ষমতা এই দুনিয়ায় কারুর নেই।