Representational Image (Photo Credit: X)

দিল্লি, ৩ মার্চ: রাতের অন্ধকারে এক ব্যক্তির বাড়িতে ঢুকে ভয়াবহ কাণ্ড ঘটাল দুষ্কৃতীদের একটি দল। বাড়ির ভিতরে ঢুকে সেখানে থাকা এক ব্যক্তির যৌনাঙ্গ কেটে দিল (Man's Genitals) দুষ্কৃতীরা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে (Ghaziabad) এমনই একটি ঘটনার জেরে ছড়াল চাঞ্চল্য। রিপোর্টে প্রকাশ, আহতের পরিবারের অভিযোগ, যে দুষ্কৃতীরা ওই ব্যক্তির বাড়িতে প্রবেশ করে, সেই ঘটনা ঘটে এক ট্রান্সজেন্ডারের অঙ্গুলিহেলনে। পারো নামে এক ট্রান্সজেন্ডারই ওই ব্যক্তির বাড়িতে দুষ্কৃতীদের পথ সুগম করে দেয় এবং ঘৃণ্য কাণ্ড ঘটায়।

ঘটনার পরপরই ওই ব্যক্তিকে মিরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে। আহতের ছেলের তরফে স্থানীয় থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।

ওই ঘটনার পর পুলিশের কাছে আহত ব্যক্তির ছেলের তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে ১২টার মধ্যে কিছু দুষ্কৃতী তাঁদের বাড়িতে প্রবেশ করে। জোর করে এরপর তাঁর বাবাকে কিছু খাওয়ানো হয়। এরপর গরম জল তাঁর উপর ঢেলে দেওয়া হয়। খুনের উদ্দেশে বাড়ির ভিতরে দুষ্কৃতীরা প্রবেশ করলেও, শেষে ওই ব্যক্তির যৌনাঙ্গ কেটে দেওয়া হয়।

শুধু তাই নয়, বাড়ি থেকে বেরনোর আগে, পারোকে ফোনে সব ঘটনা জানানো হয়। তারা তাদের কাজ করে ফেলেছে বলে পারো নামে ওই ব্যক্তিকে ফোনে জানানো হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তির ছেলে পুলিশকে জানায়।