ইজরায়েলে (Israel) ফের জঙ্গি হামলা (Terrorist Attack)। এবার ইজরায়েলের হাইফা (Haifa) শহরে হামলা চালানো হয়। যার জেরে ১ জনের মৃত্যুর খবর মিলছে। কতজন এই হামলা চালায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে হামলাকারীদের মধ্যে ১ জনকে খতম করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে বলে পুলিশের তরফে জানানো হয়। তবে জঙ্গি হামলার জেরে ১ জনের মৃৃত্যুর পাশাপাশি বাকি ৪ জন আহত। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামাস জঙ্গিরা এই হামলার পিছনে রয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে হামাসের তরফে কোনও বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি। হামাসের সঙ্গে যখনযুদ্ধ বিরতি প্রক্রিয়া চলছে ইজরায়েলেরে, সেই সময় হঠাৎ করে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী আইডিএফের নজর এড়িয়ে এই হামলা চালাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

দেখুন জঙ্গি হামলার পর ইজরায়েলের কী পরিস্থিতি...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)