Photo Credit: Twitter@totalfilm

অস্কার পুরস্কারের অনুষ্ঠান মিটতেই আচমকা কেঁপে উঠল মঞ্চ। হলিউডের ঐতিহ্যের ডলবি থিয়েটারে অনুষ্ঠান শেষে অস্কারে উপস্থিত বহু ভিভিআইপি, সেলেব, পুরস্কার জয়ীরা অনুষ্ঠান মঞ্চ ছেড়ে যে যার বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন, কেউ কেউ আবার জমিয়ে আড্ডা মারছেন। সেই সময় অস্কার নগরী ক্য়ালিফোর্নিয়াতে ধরাধাম কেঁপে উঠলক দিন আগেই ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের লেলিহান শিখা এসে পড়েছিল অস্কারের ডলবি থিয়েটারে।

ভয়াবহ দাবানলের স্মৃতি এখনও তাজা

ক্যালিফর্নোয়িয়ার ইতিহাসে সবচেয়ে বড় আকারের এই দাবানলের কারণে অস্কারের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথাও হয়েছিল। তবে শেষ অবধি দাবানলের প্রকোপ কমে আসায় নির্ধারিত দিনেই বসলে অস্কারের আসর। ভয়াবহ দাবানলের প্রকোপে ক্যালিফোর্নিয়ার হাজার হাজার বাড়ি ভষ্মীভূত হয়ে যায়। নিহত হন কমপক্ষে ২৯ জন। দাবানলে মোট ক্ষতির পরিমাণ রেকর্ড ১০০ বিলিয়ন মার্কিন ডলার। এদিন, অস্কারের মঞ্চে ক্যালিফোর্নিয়ার দাবালন নিয়ে অনেক সেলেবই নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা জানান। লস অ্যাঞ্জেলসে টম হ্যাঙ্কস, লিওনার্দো দ্য ক্যাপ্রিও থেকে প্যারিস হিলটন, ম্যান্ডি মোরে, আন্না ফারিস সহ হলিউডের বহু চলচ্চিত্র তারকার ঘর ক্ষতিগ্রস্থ হয়।

কেঁপে উঠল অস্কারের মঞ্চ

আনোরা-র জয়জয়কার

এদিকে, এদিন অস্কারে সেরা ছবির পুরস্কার জেতে 'আনোরা'। সেরা পরিচালকের পুরস্কার পান সিন বেকার (আনোরা)। শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রী পুরস্কার পান যথাক্রমে আদ্রিয়ান ব্রডি (দ্য ব্রুটালিস্ট), মাইকি ম্যাডিসন (আনোরা)।