Jennifer Lopez Kisses Backup Dancers (Photo Credits: X)

Jennifer Lopez Kisses Backup Dancers: মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ ভরা মঞ্চে তাঁর ব্যাকআপ নৃত্যশিল্পীদের সঙ্গে চুম্বন করে শোরগোল তুললেন নেটপাড়ায়। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর (AMA) মঞ্চে জেনিফার তাঁর জমকালো উদ্বোধনী পারফর্মেন্স দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। এক কথায় মঞ্চে আগুন ধরেছে শিল্পীর অনবদ্য পারফর্মেন্সে। এদিনের মঞ্চে ৫৫ বছরের জেনিফার তাঁর ব্যাকআপ নৃত্যশিল্পীদের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন। সেই ভিডিও হু-হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

আরও পড়ুনঃ অর্ধনগ্ন হয়ে পাহাড়ি উপত্যকায় বাইক চালাচ্ছেন সনু, ভাইরাল ভিডিও ঘিরে পুলিশি তদন্তের আর্জি

সোমবার, ২৬ মে রাতে লাস ভেগাসের ফন্টেইনব্লুতে আয়োজিত হয়েছিল আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর চোখ ধাঁধানো অনুষ্ঠান। জেনিফারের উদ্বোধনী পারফর্মেন্স দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছয় মিনিটের পারফর্মেন্সে মার্কিন শিল্পীকে দেখা গেল দুই ব্যাকআপ নৃত্যশিল্পীর ঠোঁটে ঠোঁট ডোবাতে। ভরা মঞ্চে সাহসী পপ আইকন একজন পুরুষ এবং একজন মহিলা ব্যাকআপ নৃত্যশিল্পীকে চুম্বন করে ঝড় তুলেছেন নেটপাড়ায়।

ব্যাকআপ নৃত্যশিল্পীদের ঠোঁটে ঠোঁটঃ

যদিও বিতর্কে ভরা জেনিফার জীবন। কখনও তাঁর ব্যক্তিগত জীবন তো কখনও আবার তাঁর সামাজিক উপস্থিতি। মার্কিন পপ তারকার কোন কিছু নিয়েই বিতর্কের অন্ত নেই। আগেও মঞ্চে তাঁর সাহসী আচরণ ঘিরে আলোচনা চলেছে। খোলামেলা পোশাক পরে অনুষ্ঠানের মঞ্চে আসা জেনিফার বহুবার বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছেন।