
Shirtless Sonu Sood Rides Bike: হিমাচল প্রদেশের পাহাড়ি উপত্যকায় বাইক চালাচ্ছেন বলিউড অভিনেতা সনু সুদ। একেবারে বলিউডের কায়দাতেই বটে। উপত্যকা থেকে শার্টলেস অভিনেতার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। শুধু যে ভাইরাল হয়েছে তাই নয়, অভিনেতা (Sonu Sood) কীর্তি ঘিরে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
পাহাড়ি উপত্যকা বাইকে চেপে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। বহু ছেলে-মেয়ের স্বপ্ন থাকে এটি। তবে সনু সুদের (Sonu Sood) উপত্যকায় বাইক চালানো ঘিরে কীসের বিতর্ক? হিমাচলের (Himachal Pradesh) স্পিতি উপত্যকায় (Spiti Valley) অর্ধনগ্ন হয়ে বাইক চালাচ্ছেন অভিনেতা। পরনের পোশাক বলতে কেবল হাফ প্যান্ট। মাথায় নেই হেলমেট। নেই সুরক্ষার কোনরকম সরঞ্জাম। ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে পাহাড়ি উপত্যকায় বাইক রাইডিং উপভোগ করছেন অভিনেতা। সনুর এই আচরণের জন্যে পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন নেটবাসী।
শার্টলেস সনুর উপত্যকায় বাইক রাইডিং
তবে জানা যাচ্ছে অভিনেতার এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। সম্ভবত এটি ২০২৩ সালে রেকর্ড করা হয়েছিল। ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত না হলেও, স্পিতি পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। অভিনেতার ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তড়িঘড়ি পর্যটকদের উদ্দেশ্যে বিবৃতি জারি করেছে স্পিতি পুলিশ। তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, স্পিতি উপত্যকায় আসা পর্যটকদের এই ধরণের আচরণ মেনে নেওয়া হবে না। পর্যটকদের ট্রাফিক নিয়ম মেনে সুশৃঙ্খল ও দায়িত্বশীল আচরণ করতে হবে।
শার্টলেস সনু পাহাড়ি উপত্যকায় বাইক চালাচ্ছেনঃ
Hello @himachalpolice
He is some actor @SonuSood , he is riding a bike without helmet , naked in Spiti valley.
No protective gear, no clothes. Is he above the law!@CMOHimachal, must take strict action against him , such people use their influence to break all law and many… pic.twitter.com/z2NIStPQ3z
— Amitabh Chaudhary (@MithilaWaala) May 27, 2025
এদিকে অতীতে নিরাপদে গাড়ি চালানো কিংবা সেফ ড্রাইভিং নিয়ে নানা বার্তা দেওয়া অভিনেতা সনু সুদের (Sonu Sood) থেকে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের এমন আচরণ যেন বিশ্বাস করতে পারছেন না একদল নেটবাসী। কোভিড অতিমারির সময়ে আমজনতার 'মসিহা' হয়ে ওঠা সনু এই ভাইরাল ভিডিও ঘিরে এখনও কোন মন্তব্য জানাননি।