পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের (Diljit Dosanjh) সঙ্গে ভাংড়া নাচছেন অভিনেতা উইল স্মিথ (Will Smith)। এমন দৃশ্যও কখন কেউ কল্পনাও করেছিল! মনে হয় না। কিন্তু পাঞ্জাবি গায়ক আন্তর্জাতিক তারককে ভাংরা নাচিয়েই ছাড়লেন।
রবিবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে স্মিথের সঙ্গে ভাংড়া করার ভিডিয়ো শেয়ার করেছেন দিলজিৎ। ভিডিয়োর শুরুতেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফোনে পাঞ্জাবি গায়কের একটি ছবি দেখাচ্ছিলেন স্মিথ। ফোনটি ক্যামেরার সামনে থেকে সরিয়ে নিতেই একই অবতারে সেখানে হাজির হলেন দিলজিৎ। বেশ মোজার কিন্তু ব্যাপারটা। এরপরেই শুরু দুজনের ভাংড়া (Bhangra) নাচ। পিছনে বাজতে শোনা যাচ্ছে দিলজিতেরই গাওয়া 'কেস' গানটি। গায়কের পরনে সাদা পাজামা পাঞ্জাবি। মাথায় লাল পাগড়ি। পাঞ্জাবি গায়কের সঙ্গে স্মিথ নীল রঙের কর্ড সেটে ভাংড়া করলেন।
হলিউড অভিনেতার উইল স্মিথের সঙ্গে ভাংড়া নাচার ভিডিয়োটি শেয়ার করে মজার একটি ক্যাপশন লেখেন গায়ক। দিলজিৎ লিখেছেন, 'পাঞ্জাবি এসে গিয়েছে। সঙ্গে একমাত্র জীবন্ত কিংবদন্তি উইল স্মিথ। কিং স্মিথকে ভাংড়া করতে এবং পাঞ্জাবি ঢোল উপভোগ করতে দেখা আমার কাছে অনুপ্রেরণাদায়ক'।
দিলজিতের শেয়ার করা ভিডিয়ো মন জয় করেছে ভারতীয় দর্শকদেরও। কয়েক ঘণ্টার মধ্যে ওই ভিডিয়োয় ১০ লক্ষের বেশি লাইক পড়ে গিয়েছে। কমেন্টে ভরিয়েছেন ভক্তরা। কমেন্ট বক্সে সবার প্রথমেই চোখে পড়েছে বলি অভিনেত্রী নোরা ফতেহির কমেন্ট। চোখ থেকে ভালোবাসা ঠিকরে পড়া ইমোজি দিয়েছেন নায়িকা।
কাজের প্রসঙ্গে, দিলজিৎ দোসাঞ্জকে শেষ দেখা গিয়েছিল 'জাট অ্যান্ড জুলিয়েট ৩' ছবিতে (Jatt and Juliet 3)। এটি ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি রোমান্টিক কমেডি ছবি। গত বছর দিলজিতকে ইমতিয়াজ আলীর 'অমর সিং চমকিলা' (Amar Singh Chamkila) ছবিতেও দেখা গিয়েছে। বিখ্যাত পাঞ্জাবি গায়ক অমর সিং চামকিলার বায়োপিকে দিলজিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন পরিণীতি চোপড়া।