Himani Narwal (Photo Credits: X)

হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানী নারওয়েলের (Himani Narwal) নৃশংস হত্যা নিয়ে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য়। গত শুক্রবার রোহতাকের এক বাসস্ট্যান্ড থেকে নীল রঙের এক ট্রলিব্যাগ থেকে দেহ উদ্ধার হয় কংগ্রেস নেত্রী হিমানী নারওয়ালের। এবার হিমানী খুনে এক চাঞ্চল্যকর সিসি টিভি ফুটেজ সামনে এল। সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি হিমানীর প্রেমিকা বা বিশেষ বন্ধু সচিন নামের এক ব্যক্তি কালো রঙের এক ট্রলি ব্যাগে হিমানির মৃতদেহ নিয়ে চলেছেন। এই সিসিটিভি ফুটেজে পুরোপুরি যাচাই করে নিশ্চিত হয়েছে পুলিশ।

কীভাবে খুন

হিমানীর বন্ধু সচিন তার সঙ্গে বচসার পর মোবাইলের চার্জারের তারের মাধ্যমে হিমানীর শ্বাসরোধ করে খুন করে। পুলিশের তদন্তে আপাত ব্ল্যাকমেইল ও প্রতিশোধের তত্ত্বের কথাই উঠছে। খুনের অভিযোগ ওঠা সচিনের দাবি, প্রেমের কথা বলে তার থেকে জোর করে বারবার টাকা আদায় করছিল হিমানী।

দেখুন ভিডিয়ো

 

তদন্ত কোন দিকে

বিজ্ঞানে স্নাতক এমবিএ পাশ এই কংগ্রেস নেত্রীর খুনের ঘটনায় হরিয়ানায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ঘটনার পরেই হরিয়ানা পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল(সিট) গঠিত হয়েছে। পুলিশ সূত্রে খবর এই হত্যা মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। তবে যে নীল রঙের ট্রলি ব্যাগের ভিতরে হিমানির দেহ পাওয়া গেছে পরিবারের দাবি ওই ট্রলিব্যাগটি তাঁদেরই। বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল ব্যাগটি।