ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ চলন্ত ট্রেনের (Train)যাত্রীকে চড়। ভিডিয়ো ভাইরাল(Viral Video) হতেই বিপাকে ইউটিউবার(YouTuber)। গ্রেফতার করা হল তাঁকে।জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ঔরঙ্গাবাদের নারায়ণ রোড স্টেশনে। ভাইরাল ভিডয়োতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে একটি ট্রেন। আর ওই ট্রেনের জানালার ধারে বসে থাকা এক যাত্রীকে চড় মারলেন এক যুবক। পরে জানা যায়,যুবকের নাম রীতেশ কুমার। পেশায় একজন ইউটিউবার তিনি। রিল বানানোর জন্য এই ঘটনা ঘটায় সে। পরে পুলিশের নির্দেশে ক্ষমা চেয়ে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলে হয় তাঁকে।

রিলস বানাতে গিয়ে বিপাকে ইউটিউবার

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড করেন তিনি বলেন, "আমি একজন ইউটিউবার। ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য ভিডিও তৈরি করি। সেই কারণেই আমি নারায়ণ রোড রেলওয়ে স্টেশনে এসে চলন্ত ট্রেনের এক যাত্রীকে চড় মারি। এটা আমার ভুল ছিল এবং আমি আর কখনো এমন কিছু করব না। আমাকে দয়া করে ক্ষমা করুন।"। কিন্তু তিনি বোঝেননি আরও বিপদ অপেক্ষা করছে তাঁর জন্য। ভিডিইয়োটি ভাইরাল হতে তাঁর এই কর্মকাণ্ড দেখে মেজাজ হারান নেটিজেনরা। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ওঠে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পুলিশ। পাটনা থেকে গ্রেফতার করা হয় রীতেশ কুমার নামে ওই ইউটিউবারকে। এই ঘটনা ঘটাত সময় প্ল্যাটফর্মে উপস্থিত কর্মরত এক আরপিএফ বলেন, "রীতেশ কুমার নামে য়ই ব্যক্তি প্লাটফর্মেই দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় চড় মারেন তিনি। পরে প্ল্যাটফর্ম ছেড়ে পালিয়ে যান।"

রিলের জন্য চলন্ত ট্রেনের যাত্রীকে চড়, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার ইউটিউবার