Kareena’s newborn baby : অবিকল তৈমুর? ভাইরাল করিনার দ্বিতীয় সন্তানের ছবি
তৈমুরের সঙ্গে মিল খুঁজে পান অনেকেই

মুম্বই, ৬ এপ্রিল : করিনার দ্বিতীয় সন্তানের ছবি শেয়ার করে বসলেন রণধীর কাপুর। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছোট নাতির ছবি শেয়ার করেন রণধীর (Randhir Kapoor)। যা প্রকাশ্যে আসতেই কয়েক মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। যদিও ভুল করেই ওই ছবি শেয়ার করায়, সঙ্গে সঙ্গে নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে তা সরিয়ে ফেলেন রণধীর কাপুর।

দেখুন...

সইফ-করিনার দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনেন রণধীর কাপুর

সইফিনার (Saifeena) দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আসার পর অনেকেই দাবি করেন, তার সঙ্গে মিল রয়েছে তৈমুরের (Taimur Ali Khan)। রণধীর কাপুরের শেয়ার করা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন জোর জল্পনা শুরু হয়, সেই সময় এ বিষয়ে কেউ পালটা কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন : Alia Bhatt: কোভিড আক্রান্ত আলিয়া, বিমর্ষ নায়িকা

দ্বিতীয়বার মা হওয়ার পর সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে সোজা বাড়িতে চলে যান করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সন্তানের মুখ দেখানো তো দূর অস্ত, নাম কী রেখেছেন, সে বিষয়েও খোলসা করে কিছু জানাননি বলিউডের (Bollywood) এই পাওয়ার কাপল। তৈমুরের জন্মের পর যেভাবে তার নাম নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়, তা থেকে রেহাই পেতেই সইফ, করিনা এবার তাঁদের সদ্যোজাতর নাম প্রকাশ্যে আনেননি বলে মনে করছেন অনেকেই।