পশ্চিমবঙ্গে থাবা বসিয়েছে অ্যাডিনো ভাইরাস (Adenovirus)৷ গোটা রাজ্যে বিশেষ করে কলকাতায় (Kolkata) বেশ কয়েকজন শিশুর অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়৷ অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই রাজ্যে ১২ শিশুর মৃত্যুর খবর মেলে৷ যা নিয়ে গোটা রাজ্যের মানুষের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, অ্যাডিনো ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ অ্যাডিনো ভাইরাস থেকে বাঁচতে কী করবেন, আর কী করবেন না দেখে নিন এক নজরে...
যে শিশুদের শরীর ভাল নেই, তার কাছ থেকে আপনার সন্তানকে দূরে রাখার চেষ্টা করুন৷
খাবার আগে সব সময় শিশুদের হাত ধুইঁয়ে দিন ভাল করে৷ অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করুন৷
পরিচ্ছন্ন না হলে, সেই হাত দিয়ে নাক, মুখ, চোখ স্পর্শ করবেন না৷ শিশুদেরও অপরিচ্ছন্ন হাত দিয়ে নাক, মুখ স্পর্শ করতে নিষেধ করুন৷
চারপাশ পরিষ্কার, পরিচ্ছন্ন রাখুন৷ জীবাণুমুক্ত ঘরবাড়ি রাখার চেষ্টা করুন৷
সুইমিং পুল থেকে শিশুদের দূরে রাখার চেষ্টা করুন৷
কেউ অসুস্থ হলে, তাঁর খাবারের বাসনপত্র পৃথক করে রাখুন৷
যদি অসুস্থ হন, তাহলে বাইরে বেরনো বন্ধ রাখুন৷
অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে অ্যান্টিবায়োটিক নেওয়া বন্ধ করুন৷ কারণ অ্যাডিনো ভাইরাসের নির্দিষ্ট কোনও ওষুধ বের হয়নি৷
এসবের পাশাপাশি আপনার শিশুর যদি সর্দি, কাশি, জ্বর হয় কিংবা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস হয়, তাহলে খেয়াল রাখুন৷ কোনও উপসর্গকেই এই মুহূর্তে কম করে দেখা যাবে না৷ শিশু অসুস্থ হলে, সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যান এবং তাঁর পরামর্শ অনুযায়ী চলুন৷