Jal Police personnel deployed in Mahakumbh mela (Photo Credit: X@airnewsalerts)

১২ বছর পর মহাকুম্ভ মেলা। প্রয়াগরাজে এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে। সেজে উঠছে প্রয়াগরাজ। প্রয়াগরাজে ১২ বছর পর মহাকুম্ভ মেলা শুরু হবে ১৩ জানুয়ারি থেকে চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কুম্ভমেলায় কোটি কোটি পুণ্যার্থী আসেন। ২০১৯ সালে অর্ধ কুম্ভ মেলায় প্রায় ৫ কোটি পুণ্যার্থী এসেছিলেন। আর ২০১৩ সালে মহাকুম্ভ মেলায় ৩ কোটি পুণ্যার্থী পা রেখেছিলেন প্রয়াগরাজে। ২০২৫ সালে মহাকুম্ভ মেলায় কোটি কোটি পুণ্যার্থী ও সাধু আসবেন প্রয়াগরাজে। স্থানীয় প্রশাসন মনে করছে, এবার মহাকুম্ভ মেলায় ৪০ থেকে ৪৫ কোটি পর্যটক আসতে পারেন।

মহাকুম্ভ মেলা উপলক্ষে গঙ্গা ও যমুনা নদীতে বিপুল সংখ্যক জল পুলিশ মোতায়েন করা হয়েছে। জল পুলিশের কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে, পুরো মেলা এলাকায় ১৭টি জল পুলিশের সাব-কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে।

উত্তরপ্রদেশের  সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গম এলাকায় সর্বক্ষণ নজরদারির জন্য মহাকুম্ভের সময় ১০০ মিটার পর্যন্ত ড্রাইভিং করতে সক্ষম এমন আন্ডারওয়াটার ড্রোন মোতায়েন করা হবে ।এছাড়াও, ৯২টি রাস্তার সংস্কার এবং ৩০টি ভাসমান সেতু নির্মাণ এবং ৮০০টি বহুভাষিক সাইনবোর্ড লাগানো হচ্ছে ৷ যাতে তীর্থযাত্রী এবং অন্যান্য দর্শনার্থীদের সুবিধা হয় । ভারতের সংস্কৃতি ও বৈচিত্র্যও দেখা যায় । এছাড়াও, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষমতা-সহ ২৭০০ ক্যামেরা স্থাপন করা হচ্ছে ৷ যেগুলি রিয়েল-টাইম মনিটরিং করবে ৷ এছাড়াও নিরাপত্তা বাড়ানোর জন্য এন্ট্রি পয়েন্টে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছে মন্ত্রক।