JioHotstar Ram Navami Livestream: রবিবার দেশজুড়ে পালিত হবে রামনবমী (Ram Navami 2025)। রামনবমী উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাম নবমীতে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টার-এ রামনবমী (Ram Navami 2025) উপলক্ষ্যে বিশেষ লাইভ স্ট্রিম দেখাবে। সকাল আটটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জিওহটস্টার-এ দেখানো হবে রামনবমীর বিশেষ অনুষ্ঠান।
রামনবমীতে রামায়ণের সাতকাণ্ড শুনুন অমিতাভ বচ্চনের মুখে
রামায়ণের সাতকাণ্ডে দেখানো হবে এই লাইভ স্ট্রিমিংয়ে। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) রামায়ণের সাতকাণ্ডে রাম কথা ব্যাখা করবেন। অনুষ্ঠানে বাচ্চাদের গল্প বলার ছলে ভগবান শ্রী রামের জীবনী, বাণী, কথা শোনাবেন। বোঝাবেন কেন ভগবান রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়।
দেখুন রামনবমীর লাইভ স্ট্রিমিংয়ের ট্রেলার
View this post on Instagram
সরাসরি অযোধ্যার রামমন্দিরের আরতী
অযোধ্যা, ভদ্রছালাম, পঞ্চাবত ও চিত্রকুট থেকে রামনবমীর আরতী সরাসরি এই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখানো হবে। অনুষ্ঠানে গান গাইবেন কৈলাশ খের, পালক মুছহাল, মালিনী আওয়াস্তি-র মত তারকা গায়করা।
অমিতাভ বচ্চনের রাম কথা কোথায়, কখন দেখবেন
রবিবার, রামনবমীতে জিওহটস্টারে সকাল আটটা থেকে সরাসরি দেখতে পারবেন এই বিশেষ লাইভ স্ট্রিমিংয়ের অনুষ্ঠান।
রামনবমীতে এই রামনবমী স্পেশাল অনুষ্ঠানে কী কী দেখা যাবে
অমিতাভ বচ্চনের সঞ্চালনায় হবে পুরো অনুষ্ঠান। অযোধ্যা, চিত্রকুট থেকে শুরু করে বিভিন্ন জায়গার রাম নবমীর আরতী সরাসরি দেখানো হবে। ভগবান শ্রী রামের জীবনের নানা কথা গল্পের ছলে বলবেন অমিতাভ বচ্চন। রাম নবমী স্পেশাল নানা ধরনের গান, ভক্তিগীতি শোনাবেন কৈলাশ খের, পালকের মত তারকা গায়করা।