Digvesh Rathi. (Photo Credits: X)

LSG vs MI লখনৌ সুপার জায়েন্টস-এর স্পিনার দিগভেশ সিং রাঠি (Digvesh Singh Rathi)-কে নিয়ে এক সোশ্যাল মিডিয়া তোলপাড়। একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে তার মানে আইপিএলে (IPL 2025) খেলতে এসে এবার নিজের পকেট থেকেই অতিরিক্ত ২০ লক্ষ টাকা জরিমানা বাবদ দিতে হবে লখনৌ সুপারজায়েন্টস-এর স্পিনারকে।

দিগভেশ চলতি আইপিএলে দারুণ বোলিং করছেন। ৬টি উইকেট নিয়ে লখনৌয়ের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এখন দিল্লির স্পিনারই। কিন্তু গতকাল, শুক্রবার একানা স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ম্যাচে মন ধীরের উইকেট নেওয়ার পর 'নোটবুক সেলিব্রেশন'করায় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে জরিমানা করেন ম্যাচ রেফারি।

দিগভেশকে নিয়ে হওয়া পোস্ট

 

চলতি আইপিএলে এর আগেও শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত হওয়ায় দিগভেশকে তাঁর ম্যাচ পারিশ্রমিকের ৫০ শতাংশ জরিমানা ও ২ ডেমেরিট পয়েন্ট কেটে নেওয়া হয়। এই খবরের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্টে ছেয়ে যায়, তার মানে দিগভেশকে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। কিন্তু সত্যিই কি তাই?

সত্যিটা হল, সংবাদমাধ্যমে প্রকাশ দিগভেশের ম্য়াচ প্রতি পারশ্রমিক হল ভারতীয় মুদ্রায় সাড়ে ৭ লক্ষ টাকা। তার মানে ৫০ শতাংশ জরিমানা বাদ তাঁকে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা দিতে হবে। আইপিএলের কোড অফ কনডাক্টের ২.৫ ধারায় পরিষ্কার বলা আছে, লেভেল ১ পর্যায়ের অপরাধের ক্ষেত্রে ক্রিকেটারের ম্যাচ পারিশ্রমিকের ৫০ শতাংশ জরিমানা হবে। তার মানে সোশ্যাল মিডিয়ায় দিগভেশের ৫০ লক্ষ টাকার জরিমানা নিয়ে যেসব পোস্ট দেখা যাচ্ছে, সেসবের কোনও ভিত্তি নেই।