দেবী দুর্গার অন্যতম রূপ হল বাসন্তী পুজো। বসন্তকালে এই পুজো হয় বলে দেবী দুর্গার (Durga Puja) এই রূপকে বাসন্তী পুজো বলা হয়। বাসন্তী পুজোর উপাচার অনেকটাই দুর্গা পুজোর মত।যদিও বাঙালির আদি দুর্গাপুজো এই বাসন্তী পুজোই, তবু শারদীয়া দুর্গাপুজো ঘিরে যে আনন্দ ও উত্‍সবের রেশ ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে, সেই তুলনায় বাসন্তী পুজোর জৌলুস অনেকটাই ফিকে। তবে অনেক জায়গাতেই চারদিন ধরে চলছে বাসন্তী দুর্গার আরাধনা। আজ বাসন্তী পুজোর নবমী তিথি। সেই উপলক্ষে পরিবার পরিজনকে মা দুর্গা আশীর্বাদ করুন, এমনটাই সকলে চান। এই উপলক্ষে পরিবারের সকলকে জানান শুভেচ্ছা। পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীদের পাঠান লেটেস্টলি বাংলার শুভেচ্ছাবার্তা।