Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বিজনোরে(Bijnor) হাড় হিম করা ঘটনা। ভাইয়ের(Brother) সঙ্গে মিলে স্ত্রীকে(Wife) খুন করল যুবক। প্রায় এক বছর পর আবর্জনার স্তূপ থেকে উদ্ধার তরুণীর কঙ্কাল। ঘটনাটি ঘটেছে বিজনোরে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম আসিফা। বয়স ২৮। কামিল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন আসিফা। থানায় নিখোঁজ ডায়েরি করেন আসিফার মা। তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে, বিজনোরের একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় ওই গৃহবধূর দেহ।

আবর্জনার স্তূপ থেকে উদ্ধার গৃহবধূর দেহ

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আসিফাকে খুন করা হয়েছে। গ্রেফতার করা হয় কামিল ও তার ভাই আদিলকে। পুলিশি জেরায় কামিল শিকার করে যে, পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করেছে সে। ভাইয়ের সঙ্গে মিলে স্ত্রীকে খুন করে দেহ লোপাট করে সে। এরপর কেটে গিয়েছে এক বছর। বাড়ির পাশের এক আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয় ওই গৃহবধূর দেহ।  এরপরই খুনের দায়ে গ্রেফতার করা হয় কামিল ও তার ভাইকে।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, ১ বছর পর আবর্জনার স্তূপ থেকে উদ্ধার দেহ