নয়াদিল্লিঃ আগ্রায়(Agra) ভয়াবহ বিমান দুর্ঘটনা(Flight Accident)। ডেমো(Demo) দেখাতে গিয়ে দুর্ঘটনার কবলে বিমান। দুর্ঘটনায় মৃত্যু প্যারা-জাম্প প্রশিক্ষকের()। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর(Indian Air Force) তরফে। জানা গিয়েছে, মৃত ব্যক্তি আকাশ গঙ্গা স্কাইডাইভিং দলের একজন প্যারা-জাম্প প্রশিক্ষক(Para Jump Instructor) ছিলেন। শনিবার, পূর্ব নির্ধারিত একটি প্রদর্শনীতে অংশ নেন তিনি। তখনই এই দুর্ঘটনা ঘটে। বিমান থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। মাথায় গুরুতর আঘাতের ফলেই মৃত্যু বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বিগত এক সপ্তাহের মধ্যে পর পর দু'টি বিমান দুর্ঘটনার সাক্ষী গুজরাট। গত সপ্তাহেই গুজরাটের জামনগরে ভেঙে পরে বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান। মৃত্যু হয় পাইলটের। এই ঘটনার পূর্ণ তদন্তের জন্য ‘কোর্ট অফ এনকোয়ারির’ নির্দেশ দেয় ভারতীয় বায়ুসেনা।

দেশে ফের বিমান দুর্ঘটনা, প্রদর্শনীতে মৃত্যু প্যারা-জাম্প প্রশিক্ষকের

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)