Sunrisers Hyderabad vs Gujarat Titans, IPL 2025 Winning Prediction: সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ১৯ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৬ এপ্রিল মুখোমুখি হবে এসআরএইচ বনাম জিটি (SRH vs GT)। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? এই দুই দলের মধ্যে কার ঝুলিতে আসবে জয় এখানে সব জানানো হল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচে হায়দরাবাদ হতবাক হয়ে যায়। ইডেন গার্ডেন্সে ২০১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তারা মাত্র ১২০ রানে গুটিয়ে যায়। গত মৌসুমের ফাইনালিস্টরা বর্তমানে টেবিলের তলানিতে রয়েছে, খেলা তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে। যা অরেঞ্জ আর্মিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। SRH vs GT, IPL 2025 Dream11 Prediction: আজ এসআরএইচ বনাম জিটির ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction
সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস, আইপিএল ২০২৫
Ain't no place like home 🧡#PlayWithFire | #SRHvGT | #TATAIPL2025 pic.twitter.com/XkrvcvBuKe
— SunRisers Hyderabad (@SunRisers) April 5, 2025
সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস, আইপিএল ২০২৫ ম্যাচের হেড টু হেডঃ
আইপিএলে এখনও পর্যন্ত ৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস। এই ৪টি ম্যাচের মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ১ বার এবং গুজরাট টাইটানস ৩ বার জিতেছে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস, আইপিএল ২০২৫ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ
সম্ভাবনা রয়েছে যে টস জেতা অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবেন। যদিও রেকর্ড বলছে এই ভেন্যুতে প্রথমে ব্যাট করা দলগুলির জিতেছে। তবুও এই ভেন্যুতে টসের জিতে বেশির ভাগ অধিনায়কই বল করতে চান।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস, আইপিএল ২০২৫ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস: ১৮৩-২০৩ রান
দ্বিতীয় ইনিংস: ১৬০-১৮০ রান
সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস, আইপিএল ২০২৫ ম্যাচে আমাদের Winning Prediction
সমান জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও ঘরের মাঠের সুবিধার কথা মাথায় রেখে আজকে সানরাইজার্স হায়দরাবাদের জেতার সম্ভাবনা বেশী। গুজরাট টাইটানসের ভারসাম্যপূর্ণ ব্যাটিং লাইনআপে বিস্ফোরক ব্যাটিংয়ের সঙ্গে ইনিংস সামলানোর ক্ষমতা শুধু সাই সুদর্শন এবং জস বাটলারের রয়েছে। এদিকে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অরেঞ্জ আর্মির ঘরের মাঠে। এই মাঠের খেলাতে সব ব্যাটসম্যান প্রায় ২০০+ স্ট্রাইক রেটে ব্যাটিং করে। সেখানে এই কন্ডিশনের সঙ্গে কামিন্সদের ভালো মানিয়ে নেওয়ার সম্ভাবনা বেশী। তাই জয় তাদের দিকেই রয়েছে। যদি গুজরাট প্রথম দিকে উইকেট নিয়ে প্রতিপক্ষের পাওয়ার-প্লেত সুযোগ নষ্ট করে দেয় তাহলেই তাদের জয়ের সম্ভাবনা রয়েছে।
Google বলছে, আজ সানরাইজার্স হায়দরাবাদের জেতার সম্ভাবনা-৫৩% এবং লখনউ সুপার জায়ান্টসের সম্ভাবনা-৪৭%