Jofra Archer Sleeping (Photo Credit: JioHotstar)

Jofra Archer Sleeping, Cricket Viral Video: গতকাল, ৫ এপ্রিল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) পেসার জোফরা আর্চারকে (Jofra Archer) ড্রেসিংরুমে কম্বল চাপা দিয়ে ঘুমাতে দেখা যায়। শনিবার মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের (Punjab Kings vs Rajasthan Royals) ম্যাচের প্রথম ইনিংস চলাকালীন অফিসিয়াল ব্রডকাস্টারের ক্যামেরায় ধরা পড়ে এই অপ্রত্যাশিত মুহূর্ত। এরপর আর্চারের কম্বল চাপা দিয়ে ঘুমানোর ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে খুব ভাইরাল হয়েছে। সেইসময় পাঞ্জাব কিংসের বোলিং আক্রমণের বিরুদ্ধে তাঁর দল লড়াই করছিল। এর ঠিক পরে লকি ফার্গুসনের (Lockie Ferguson) নাকলবলে আউট হন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ঘুমিয়ে পড়লেও চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ফর্মে ফেরেন আর্চার। প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেতে তিনি গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নেন। PBKS vs RR: আর্চারে বিদ্ধ শ্রেয়সদের মাটিতে নামালেন পরাগরা

ম্যাচের মাঝেই কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছেন জোফরা আর্চার

আইপিএল ২০২৫ মরসুমে রাজস্থানের এক্স-ফ্যাক্টর জোফরা আর্চার

আইপিএল ২০২৫ মেগা নিলামে জোফরা আর্চারকে রাজস্থান রয়্যালস ১২.৫ কোটি টাকায় দলে নেয়। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টুর্নামেন্টে তার শেষ মরসুমে আর্চার ৫ ম্যাচে ২ উইকেট নেন এবং ১২০ বলে ১৯০ রান দেন। এরপর গত মরসুমে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় তাঁকে বাদ দেয় এমআই। এবার আইপিএলে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভারে ৭৬ রান দেন আর্চার। এটা আইপিএলের ইতিহাসে কোনও বোলারের সবচেয়ে খারাপ বোলিং পারফরম্যান্স। কিন্তু এরপরও তার ওপর ভরসা দেখায় রয়্যালস। গত রাতেও আর্চার প্রথম ওভারে তরুণ প্রিয়াংশ আর্যকে (Priyansh Arya) আউট করেন। এরপর পিবিকেএস অধিনায়ক শ্রেয়স আইয়ারকে আউট করেন তিনি ১০ রানে। তার শেষ শিকার হন অর্শদীপ সিং (Arshdeep Singh)।