
নয়াদিল্লিঃ নাগরদোলা(Roller Coaster Ride) চড়তে গিইয়ে বিপত্তি। নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু তরুণীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণপূর্ব দিল্লির(Southeast Delhi) কাশাপেরায়। ইতিমধ্যেই ওই বিনোদন পার্কের বিরুদ্ধে মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।
ওই এলাকায় একটি বিনোদন পার্কে গিয়েছিলেন ওই তরুণী। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। দোলনা থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মাথা। পা-সহ শরীরের বিভিন্ন অংশে চোটের কারণে মৃত্যু হয় ২৪ বছরের ওই তরুণীর। স্থানীয় সূত্রে খবর, সামনেই বিয়ে ছিল তাঁর। সেই মতোই চলছিল প্রস্তুতি। তার আগে মেয়ের এই মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা পরিবার। অন্যদিকে ইতিমধ্যেই ওই বিনোদন পার্কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নাগরদোলনা চড়তে গিয়ে চরম বিপত্তি, মৃত্যু তরুণীর
প্রসঙ্গত, শনিবার এই ধরনের আরও একটি ঘটনা ঘটেছে হাওড়ার বাকসারায়। ঈদ উপলক্ষে বসা মেলায় আচমকাই ভেঙে পড়ে একটি নাগরদোলা। গুরুতর আহত হন বেশ কয়েকজন। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
সামনেই ছিল বিয়ে, নাগর দোলনা চড়তে গিয়ে মৃত্যু তরুণীর
Delhi Roller Coaster Accident: Months Before Wedding, Woman Dies After Falling From Ride at 'Fun N Food' Amusement Park in Kapashera Area; FIR Registeredhttps://t.co/sZ0abrYJmk#Delhi #RollerCoasterAccident #FunNFood #AmusementPark #FIR
— LatestLY (@latestly) April 6, 2025