
থাইল্যান্ডে বিমস্টেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে ইতিমধ্যেই দুই দেশের মধ্যে বিতর্ক ছড়িয়েছে। আর এই নিয়ে একাধিক বাংলাদেশি সংবাদমাধ্যম বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে চলেছে সে দেশের প্রশাসন। শনিবার ইউনূসের প্রেস সচিব স্পষ্ট জানিয়ে দেন এই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। শনিবার এমনই অভিযোগ তুললেন তিনি। তাঁর মতে, দুই দেশের মধ্যে যে মধুর সম্পর্ক রয়েছে, তা নষ্ট করার চক্রান্ত চলছে।
দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা খবর
প্রেস সচিবের দাবি, এই বৈঠক নিয়ে সংবাদমাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার চক্রান্ত চলছে। এমনকী প্রধানমন্ত্রীর মোদীর ইউনূস ও বাংলাদেশের পূর্ববর্তী সরকারের মধ্যে সম্পর্ক নিয়ে যে মন্তব্য করেছেন, তার সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ২০১৪ সাল থেকে ভারতের সঙ্গে যে সম্পর্ক এগিয়েছে সেই নিয়ে দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে এবং দুই দেশের সম্পর্ক আরও কতটা দৃঢ় করা যায়, সেই নিয়েও কথা হয়েছে।
দেখুন পোস্ট
In regard to remarks by the Press Secretary to Chief Advisor Muhammad Yunus, sources dismissed the account as mischievous and politically motivated. They underlined that PM Modi spoke of the progress in our bilateral relationship since 2014 and characterized it as a deep…
— ANI (@ANI) April 5, 2025
নির্বাচন নিয়ে ইউনূসকে পরামর্শ মোদীর
এমনকী মোদী ইউনূসকে পরামর্শও দিয়েছেন যে গনতান্ত্রিক দেশে নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ এবং এই নিয়ে গড়িমসি করলে তাঁর সুনামের ক্ষতি হবে। অন্যদিকে ইউনূসের পক্ষ এই বৈঠকে জানানো হয়েছে যে সামাজিক মাধ্যমে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে যে তথ্য আসছে, তা সাজানো। দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে কোনও নেতিবাচক কথা হয়নি বলেই এদিন নিশ্চিত করেছেন ইউনূসের প্রেস সচিব।