নয়াদিল্লিঃ শনিবার জামনগর(Jamnagar) থেকে পবিত্র দ্বারকাধীশ মন্দির পর্যন্ত যাত্রা শুরু করেছিলেন মুকেশ আম্বানির (Mukesh Ambani পুত্র অনন্ত আম্বানি(Anant Ambani। রবি সকালে প্রায় ১৮০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অবশেষে গন্তব্যে পৌঁছলেন অনন্ত। সঙ্গে ছিলেন স্ত্রী রাধিকা মার্চেন্ট। মনে করা হয়েছিল, জন্মদিনের আগেরদিন অর্থাৎ ৭ তারিখ দ্বারকাধীশ মন্দিরে পৌঁছবেন অনন্ত। কিন্তু আজ, ৬ এপ্রিলই গন্তব্যে পৌঁছেছেন অনন্ত। প্রতিদিন প্রায় ৭ ঘণ্টা পায়ে হেঁটে মন্দিরে পৌঁছন অনন্ত। সঙ্গে ছিলেন স্ত্রী রাধিকা ও মা নীতা আম্বানি। প্রসঙ্গত, ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন থেকেই এই যাত্রা করেন অনন্ত। এই যাত্রায় অনন্তকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয়রা। এই যাত্রাপথে ধীরেন্দ্র শাস্ত্রী, রসরাজ মহারাজও যোগদান করেন তাঁর সঙ্গে।
৩০ তম জন্মদিন উপলক্ষে দ্বারকা পৌঁছলেন অনন্ত আম্বানি
এই যাত্রায় জপ ও শাস্ত্র পাঠে নিজেকে নিয়জিত রেখেছিলেন অনন্ত। সঙ্গে ছিল হনুমান চালিসা ও দেবী স্তোত্র পাঠ করেন তিনি। এই যাত্রায় জেড প্লাস নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পদযাত্রা শুরুর সময় অনন্ত আম্বানি বলেন, 'সনাতন ধর্মের প্রতি বিশ্বাস রাখুন। ভগবানের আশীর্বাদই আমাকে শক্তি দিয়েছে। আমি পাঁচ দিন ধরে হাঁটছি। আগামী পাঁচ দিনের মধ্যে দ্বারকাধীশ মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করব। এটা আমাদের প্রথম যাত্রা। ভগবান সঙ্গে থাকলে চিন্তার কিছু নেই।' রবিবার সকালে দ্বারকাধীশ মন্দিরে পৌঁছে নীতা আম্বানি বলেন, "অনন্ত জামনগর থেকে দ্বারকাধীশ যাত্রা সম্পন্ন করেছে। আমি আজ খুব খুশি। এই যাত্রাপথে আমার অনেক আশীর্বাদ পেয়েছি। অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে পেরেছি। ভবান সবার মঙ্গল করুক জয় শ্রী কৃষ্ণ।'
১৮০ কিমি হেঁটে কৃষ্ণ দর্শনে পৌঁছলেন অনন্ত আম্বানি
#WATCH | Devbhumi Dwarka, Gujarat | 'Padyatra' of Anant Ambani, Director, Reliance Industries Limited, from Jamnagar to Dwarkadhish Temple, completed today and arrived at Dwarkadhish Temple on the occasion of #RamNavami2025.
Anant Ambani's mother & Reliance Foundation… pic.twitter.com/B5KZvSdi1Y
— ANI (@ANI) April 6, 2025