
মুম্বই, ৬ এপ্রিলঃ কলেজের শেষদিনই জীবনের অন্তিম দিনে পরিণত হল বছর কুড়ির এক তরুণীর। কলেজে বিদায় অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় আচমকাই মেঝেতে লুটিয়ে পড়েন পড়ুয়া। দর্শক আসন থেকে সঙ্গে সঙ্গে তাঁর সহপাঠীরা ছুটে আসেন। কলেজ কর্তৃপক্ষ দ্রুত ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু লাভ হল না। চিকিৎসক ওই তরুণীকে মৃত বলে জানিয়ে দিলেন। কলেজের গণ্ডি পার হতে চলা পড়ুয়া হৃদরোগের (Heart Attack) কামড়ে চলে বলেন বলেই অনুমান করছেন চিকিৎসক।
ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের ধারাশিব জেলার আরজি শিন্ডে কলেজে। গত ৩ এপ্রিল, বৃহস্পতিবার ছিল অন্তিম বর্ষের পড়ুয়াদের বিদায় অনুষ্ঠান। বর্ষা কারাট মঞ্চে দাঁড়িয়ে বিদায় অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন। বেশ হাসিখুশি মনেই নিজের বিদায়ী ভাষণ দিচ্ছিলেন তিনি। এমন সময়েই ঘটল অঘটনটি। বক্তৃতা অসম্পূর্ণ রেখেই চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষা। আরজি শিন্ডে কলেজের বিদায়ী অনুষ্ঠানের সেই হৃদয়বিদায়ক মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিদায় বেলাতেই বিদায়ঃ
At RG Shinde College in Dharashiv, Maharashtra, a student, Varsha Kharat, collapsed and died during her farewell speech 😢😢https://t.co/O4Rx9pmtnp#suddendeath https://t.co/gPlhM9qaGh pic.twitter.com/fcCdm6PWFX
— Dee (@DeeEternalOpt) April 5, 2025
প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে, মৃত পড়ুয়া বর্ষার কিছু চিকিৎসাজনিত ইতিহাস রয়েছে। ৮ বছর বয়সে হার্টের অস্ত্রোপচার হয়েছিল তাঁর। যদিও তার পর থেকে গত বারো বছর ধরে কোনও স্বাস্থ্যগত সমস্যা বর্ষার দেখা যায়নি। এমনকি কোনও ওষুধও সেভাবে খেতে হয়নি তাঁকে।
বিদায়ী অনুষ্ঠানে এইভাবে জলজ্যান্ত পড়ুয়ার চিরতরে বিদায় নেওয়া মেনে নিতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। গভীরভাবে শোকপ্রকাশ করেছে গোটা কলেজ। পড়ুয়ার এমন অকাল মৃত্যুতে একদিনের ছুটি ঘোষণা করেছিল আরজি শিন্ডে কলেজ।