Miss England 2019: ইংল্যান্ডের সবচেয়ে সুন্দরীর শিরোপা পাওয়া বাঙালী মেয়ে ভাষা মুখার্জিকে নিয়ে এই ৬টা কথা শুনলে অবাক হবেন (দেখুন ছবিতে)

Miss England 2019: রানীর দেশে সৌন্দর্যের মুকুট বাঙালী মেয়ের মাথায়। মিস ইংল্যান্ডের মুকুট পরলেন বাঙালি তনয়া, পেশায় চিকিৎসক ভাষা মুখোপাধ্যায় (Bhasha Mukherjee)। যিনি এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তবে এত বড় শিরোপা জয়ের পরও ভাষা সবার আগে ডাক্তারীর চাকরীতে যোগ দিচ্ছেন। ইংল্যান্ডের ডার্বি শহরের বাসিন্দা বছর ২৩-এর বছরের ভাষার ঝুলিতে রয়েছে দু'দুটি ডাক্তারির ডিগ্রি।

চিকিৎবিজ্ঞান নিয়ে পড়া শেষ করার পর নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন ও শল্যচিকিৎসা নিয়ে পড়াশোনা করেন তিনি। শুধু তাই নয়। পাঁচটি ভাষায় সাবলীল ভাবে কথা বলতে পারেন 'ইংল্যান্ডসুন্দরী' ভাষা।

২৩ বছরের সুন্দরী ভাষার জন্ম ভারতের এক বাঙালি পরিবারে। তাঁর যখন ন'বছর বয়স, তখনই বাবা-মা ব্রিটেনে চলে যান। তার পর সেখানেই ভাষার পড়াশোনা এবং বড় হয়ে ওঠা। পড়াশোনার পাশাপাশি মডেলিংয়েও শখ ছিল তাঁর। ইউনিভার্সিটি অফ নটিংহাম থেকে মেডিক্যাল সায়েন্সেস এবং মেডিসিন-সার্জারিতে স্নাতক ভাষার আইকিউ (ইন্টেলিজেন্স কোশেন্ট) ১৪৬।

 

View this post on Instagram

 

Someone special said I looked pretty here. 🤗

A post shared by Bhasha Mukherjee (@bhasha05) on

মেডিক্যাল কলেজে পড়াশোনার সময়েই নাম দিতেন সুন্দরী প্রতিযোগিতায়। ভাষা বলেন, "প্রথমে সময় বার করতে পারব কিনা সে বিষয়ে চিন্তিত ছিলাম। তবে, পড়াশোনার থেকে একটু বিরতির জন্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।" এই মাসেই বস্টনের একটি হাসপাতালে চিকিৎসক হিসাবে যোগ দেওয়ার কথা তাঁর।

এক নজরে কে এই ইংল্যান্ডের সবচেয়ে সুন্দরী ভাষা মুখোপাধ্যায়! 

১) চোখ ঝলসে যাওয়া রূপের মত ভাষা মুখার্জি-র ডিগ্রি শুনলেও চমকে যাবেন। ভাষার দু দুটো মেডিক্যাল ডিগ্রি আছে। তাও আবার দুটি বেশ নামকরা বিশ্ববিদ্যালয় থেকে। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন ও সার্জারিতে ব্যাচেলার ভাষা ডাক্তারীতে খুব ঝোঁক।

 

View this post on Instagram

 

Scroll ➡️➡️➡️ My debut in the official beauty with a purpose miss England t shirt. As you know I have only 2 days left to raise as much as possible for the beauty with a purpose ethos. The charity I am supporting in this mission is the @sunshine_fund which raises awareness and funds for children living with disabilities. As a junior doctor I am hundreds percent behind this great cause and I want you all to be aswell ! Remember as little as £1 makes a difference. Find the donation link on my bio and donate away! Your generosity will be duly rewarded with all the good karma ! @missenglandnews @afofme Thank you to my sponsors @joggy_kang_official and @puneetbhandal And @medicalcosmetics and @sobharth for being th most generous donors so far! Remember even if I don't win , the money goes to a great cause !

A post shared by Bhasha Mukherjee (@bhasha05) on

২) মিস ইংল্যান্ডের শিরোপা পেয়েই ভাষা এবার জুনিয়ার ডাক্তার হিসেবে বস্টনের NHS হাসপাতালে যোগ দেবেন।

 

View this post on Instagram

 

Acting ones

A post shared by Bhasha Mukherjee (@bhasha05) on

৩) ভাষা কিন্তু নানারকম ভাষায় পটু। বাঙলা, ইংরেজি সহ মোট পাঁচটা ভাষায় কথা বলতে পারেন ভাষা। হিন্দি, জার্মান, ফরাসি ভাষাও বলতে পারেন ইংল্যান্ডের সবচেয়ে সুন্দরী এই বাঙালী কন্যা।

 

View this post on Instagram

 

Shall we just I felt a bit upside down today.

A post shared by Bhasha Mukherjee (@bhasha05) on

৪) ভাষার বাবা-মা হলেন ভারতীয় বংশোদ্ভুত। বাবার নাম দুর্গা দাস এবং মা মধুমিতা দাস। ভাষা ও তাঁর ভাই আর্যকে নিয়ে ২০০৪ সালে কলকাতা থেকে সিডনি উড়ে যান তাঁর বাবা।

 

View this post on Instagram

 

Kali puja ootd Photo credit @aryavisuals

A post shared by Bhasha Mukherjee (@bhasha05) on

৫) ভাষার আই কিউ ১৪৬। যা গত কুড়ি বছরে মিস ইংল্যান্ড শিরোপা জয়ীদের মধ্যে রেকর্ড। । সাধারণত কোনও ব্যক্তির ১৪০-এর উপরে আইকিউ থাকলে তাঁকে জিনিয়াস বা অতি বুদ্ধিমান মনে করা হয়।

 

 

View this post on Instagram

 

SCROLL➡️➡️➡️ About yesterday. On my PR work travels in Leicester city football club yesterday @lcfc for the launch of @wequadnations #wheelchairrugby representing @missenglandnews and my home title @afofme #asianfaceofmissengland . Thank you to the editor of Delux and 69 magazine for inviting us. Thank you @angiesdiarypics National director of #MissEngland for considering me for this role. Also a big thank you to my make up sponsor @joggy_kang_official for coming all the way to do me up. Posing here with Captain of Team GB Paralympics wheel chair rugby team @chrisryancjr and vice captain @gavinwalkergbwr. It's something else seeing such heroic individuals who didn't let anyone or anything let alone their disability decide their fate. Seeing such real life warriors makes me think, my struggles are microscopic. What's my excuse? What'sexcuse? #noexcuses #realheroes #superheroes #pageantgirl #pr #marketing #joggybae #missasianfaceofmissengland #misstopmodelbeauty2018 #titleholder #missenglandfinalist #medic #model

A post shared by Bhasha Mukherjee (@bhasha05) on

৬) মিস ইংল্যান্ড-এর শিরোপা জেতার সুবাদে এই বাঙালী কন্যা এবার মিস ওয়ার্ল্ড-এ যোগ দেওয়ার ছাড়পত্র পেলেন। পাশাপাশি মোটা নগদ অর্থ, ক্রাউন ও মরিশাসে বিলাসবহুল ভাবে ঘুরতে যাওয়ার সুযোগ পাচ্ছেন।