১৪ অগাস্ট ভালোবাসার দিন, ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day)। বিশ্বজুড়ে এই দিনটিতে ভালোবাসা উদযাপিত হয়। প্রিয় মানুষটার জন্যে বিশেষ কিছু আয়োজন করা, তাঁকে উপহার দেওয়া, তাঁর সঙ্গে সময় কাটানো, বলা ভালো এই দিনটি কেবল তাঁর জন্যেই। তবে ভ্যালেন্টাইনস ডে তো গেল যুগলদের দিন। কিন্তু একাকী মানুষদের জন্যেও রয়েছেন তেমনই এক বিশেষ দিন। যাকে বলা হয় সিঙ্গেল দিসব (Single Day 2024)। চিন দেশে প্রথম এই দিনের উদযাপন শুরু হয়।
সিঙ্গেল দিবস কী? কেন পালিত হয়? জানুন এর বিশেষত্ব...
১৯৯০ সালে চিনের নানজিং বিশ্ববিদ্যালয় থেকে সিঙ্গেল দিসবের উদযাপন শুরু। সেই সময়ে নানজিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের চারজন ছাত্র নিজেদের মধ্যে আলোচনা করেন, কীভাবে তাঁরা তাঁদের একা থাকার একঘেয়েমি দূর করবেন। তা ভাবতে ভাবতেই তাঁরা সিদ্ধান্ত নেন, ১১ নভেম্বর তারিখে তাঁদের মত যারা সিঙ্গেল রয়েছেন সকলের জন্যে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন। যেমন ভাবনা তেমন কাজ। আয়োজিত হল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বহু সিঙ্গেল তরুণ তরুণী যোগ দিয়েছিল। আর সেই থেকেই এই দিনটি চিনে সিঙ্গেল ডে (Single Day) হিসাবে উদযাপিত হয়। চিনের পাশাপাশি এখন বিশ্বজুড়ে পালিত হচ্ছে 'সিঙ্গেল ডে' (Singles Day 2024)।
ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইনস ডে-তে যেমন যুগলরা একে অপরের সঙ্গে সময় কাটান, ঠিক তেমনই এই সিঙ্গেল দিবসে সিঙ্গেল মানুষরা নিজের সঙ্গে আরও বেশি করে সময় কাটিয়ে থাকেন। নিজের যত্ন নেন, নিজের শরীর ও মনকে ভালো রাখার জন্যে নানা কিছু করে থাকেন।
সিঙ্গে দিবসে নিজেকে ভালো রাখার জন্যে আপনি কী কী করতে পারেন...
১) পার্লর থেকে বাড়িতেই লোক ডেকে কিংবা নিজে পার্লরে গিয়ে ত্বকের যত্নে ফেশিয়াল, বডি স্পা করাতে পারেন। দেখবেন শরীর আর মন দুটোই কেমন ফুরফুরে হয়ে গিয়েছে।
২) পছন্দের কোন লেখক বাছাই করে তাঁর লেখা কোন গল্প, উপন্যাস পড়ে দিনটি কাটাতে পারেন।
৩) কিংবা পড়তে যদি মন না চায় তাহলে বাড়িতেই ওটিটি চালিয়ে পছন্দের সিনেমা, সিরিজ গুলো দেখে ফেলুন। সুস্বাদু খাবারের সঙ্গে চলুক মুখও।
৪) বাড়িতে বেশি একাকী অনুভব হলে পছন্দের কোন পোশাক করে বেরিয়ে পড়ুন। থিয়েটারে গিয়ে একটা টিকিট কেটে সিনেমা দেখে ফেলুন। রেস্তোরাঁয় গিয়ে পছন্দের খাবার অর্ডার করে কবজি ডুবিয়ে খান।