
India vs Bangladesh Football Highlights: মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের (AFC Asian Cup 2027 Qualifiers) তৃতীয় রাউন্ডের গ্রুপ সি-র প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ০-০ গোলে ড্র করল ভারতীয় পুরুষ ফুটবল দল। অনিশ্চিত ফাস্ট হাফের পর বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়রা ভারতীয় ডিফেন্সের ফাঁকফোকর কাজে লাগিয়ে আক্রমণ চালায়। পরবর্তী ৪৫ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ব্যস্ত রাখতে ঘুরে দাঁড়ায় ব্লু টাইগাররা। তবে, লক্ষ্য অধরা থেকে যায়, যার ফলে চার দলের গ্রুপে সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে আরও কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে ভারতকে। ভারতের প্রধান কোচ মানোলো মার্কেজ (Manolo Márquez) এক সপ্তাহেরও কম সময় আগে ফিফা ফুটবল প্রীতি ম্যাচে মালদ্বীপকে হারানো দল থেকে পাঁচটি পরিবর্তন করেন। Football School In Kolkata: কলকাতায় ফুটবল স্কুল খুলছে ম্যাঞ্চেস্টার সিটি, মমতার লন্ডন সফরেই স্বাক্ষর চুক্তি
ছেত্রী হামজার লড়াই শেষ গোলশূন্য ড্রতে
It ends all square in Shillong.#INDBAN #ACQ2027 #BlueTigers 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/KGNBDBHcEf
— Indian Football Team (@IndianFootball) March 25, 2025
গতকাল মাঠে নামেন বরিস সিং থাংজাম (Boris Singh Thangjam), উদান্তা সিং কুমাম (Udanta Singh Kumam), লালেংমাউইয়া রালতে (Lalengmawia Ralte), সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) এবং ফারুখ চৌধুরী (Farukh Choudhary)। শুধু তাই নয় নেহরু স্টেডিয়ামের বৃষ্টিবিঘ্নিত পিচ্ছিল পিচে অধিনায়কের আর্মব্যান্ডও সন্দেশ ঝিঙ্গানের হাতে তুলে দেন মার্কেজ। ম্যাচের কথা বলতে গেলে খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই লিড নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সেই সুযোগ গেলে ভারত আস্তে আস্তে থিতু হয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয়। তবে পুরো ম্যাচ জুড়েই ভারত যেন খুবই চাপে ছিল। দুই দলেই সুনীল ছেত্রী (Sunil Chhetri) এবং হামজা চৌধুরী (Hamza Choudhury)-এর মতো বড় নাম থাকলেও একটাও গোল আসেনি। ম্যাচে তাদের হাইলাইট পয়েন্ট যখন সুনীল ছেত্রী কাঁধের ধাক্কা দিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীকে আটকে দেন। ইংল্যান্ডে অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে বাংলাদেশ জাতীয় দলে আসা হামজা রক্ষণ ও আক্রমণ উভয় ক্ষেত্রেই বাংলাদেশের সহায় ছিলেন। এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ারের গ্রুপ সি-র পরবর্তী ম্যাচ ১০ জুন হংকংয়ের বিরুদ্ধে।