New Zealand National Cricket Team vs Pakistan National Cricket Team: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল পঞ্চম টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। আজ ২৬ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে ম্যাচটি। ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে কিউইদের পক্ষে। তবে ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের ব্যবধানে জিতে সিরিজে দারুণ ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। তবে পরের ম্যাচেই ১১৫ রানের লজ্জাজনক হারের সঙ্গে পাকিস্তানের সিরিজের আশা শেষ হয়ে গেছে এবং নিউজিল্যান্ড এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে। যদিও আজকের ম্যাচের তেমন গুরুত্ব নেই। তবে দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? এই দুই দলের মধ্যে কার ঝুলিতে আসবে জয় এখানে সব জানানো হল। NZ vs PAK 5th T20I Live Streaming: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, পঞ্চম টি-২০; সরাসরি দেখবেন যেখানে
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান পঞ্চম টি২০ Winning Prediction
NZ vs PAK Match Prediction – Who will win today’s 5th T20I match between New Zealand and Pakistan?https://t.co/Tztf5CHYIs#Bj88 #Baji #BjSports #Sports #Cricket #NZvsPAK #NewZealandCricket #PakistanCricket #T20I #MatchPrediction pic.twitter.com/e4shImpx1D
— BJ Sports (@Bjsports_OFC) March 26, 2025
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের ভবিষ্যদ্বাণী
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের হেড টু হেড টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ৪৮ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই ৪৮টি ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ২২ বার এবং পাকিস্তান জিতেছে ২৪ বার। দুই ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ভেন্যুর কথা বলতে গেলে স্কাই স্টেডিয়ামে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে।
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের টস ভবিষ্যদ্বাণী টস জিতে অধিনায়ক সম্ভবত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবেন।
নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস: ১৮৫-১৯৫ রান
দ্বিতীয় ইনিংস: ১৯০-২০০ রান
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান পঞ্চম টি২০ ম্যাচে আমাদের Winning Prediction
এই টি২০ সিরিজ নিউজিল্যান্ডের ঘরের মাঠে হওয়ায় তারা যথেষ্ট সুবিধা পেয়েছে। তাদের মূল খেলোয়াড়রা আইপিএল খেলতে চলে গেলেও এই দল পাকিস্তানের বোলারদের হিমশিম খাইয়ে দিয়েছে। পাকিস্তানের এক ম্যাচের ফলাফল নজর কাড়া হলেও বাকি কোনো ম্যাচে সেরকম ফলাফল আসেনি। কিন্তু নতুন অধিনায়ক সলমন লজ্জার হাত থেকে দলকে বাঁচাতে আজকে সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। পাকিস্তানের বোলারদের ভরসায় ম্যাচ জেতা কঠিন। আজ যদি পাকিস্তান চেস করে এবং পাওয়ার প্লেতে উইকেট না হারায় তাহলে তারা জয়ী হবে। নাহলে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত।
Google বলছে, নিউজিল্যান্ডের জেতার সম্ভাবনা-৬৬% এবং পাকিস্তানের সম্ভাবনা-৩৪%