দক্ষিণ কোরিয়ায় দাবানল (ছবিঃX)

নয়াদিল্লিঃ দাবানলে(Wildfires) দাউদাউ জ্বলছে দক্ষিণ কোরিয়া(South Korea)। পুড়ে ছাই বিস্তীর্ণ অঞ্চল। ক্রমশ ছড়াচ্ছে আগুন। ইতিমধ্যেই দাবানলে প্রাণ হারিয়েছেন ১৬ জন। আহত কমপক্ষে ১৯ জন। নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে জাায়ও হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। শুক্রবার, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গিয়ংসাং প্রদেশের সানচেং-এ প্রথম আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। শনিবারের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ইউইসিয়ং, উলসান শহরের উলজু এলাকার বিস্তীর্ণ অংশ। এখনও পর্যন্ত ১ হাজার ৪৬৪ হেক্টরেরও বেশি জমি পুড়ে গিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রণালয়।

 দাবানলের গ্রাসে দক্ষিণ কোরিয়া

কখনও শুষ্ক আবহাওয়া আবার কখনও হাওয়ার দাপটে আগুন নেভাতে বেশ বেগ হতে হচ্ছে দমকলকর্মীদের। আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয়েছে ৪ দমকলকর্মীর। ক্রমে ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। পরিস্থিতির দিকে নজর রেখেছেন সেদেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছই সাং-মোক। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতেই দাবানলে পুড়েছে লস এঞ্জেলস। পুড়ে ছাই হয়ে গিয়েছে হাজার-হাজার বাড়ি। ভিটেমাটি হারিয়েছেন হলিউড স্টার থেকে সাধারণ মানুষ। এবার সেই একই ভয়াবহতার ছবি দক্ষিণ কোরিয়াতেও।

দাবালনে পুড়ছে দক্ষিণ কোরিয়ার বিস্তীর্ণ অংশ