তীব্র জল সংকটে ভুগছে ছত্তিশগড় (Chhattisgarh)। মহেন্দ্রগড়-চিমিড়ি-ভরতপুর জেলার বিভিন্ন এলাকায় জলের সমস্যায় ভুগছে বহু মানুষ। পরিস্থিতি এতটাই খারাপ যে স্থানীয় বাসিন্দাদের অপরিচ্ছন্ন নদীর জল খেতে হচ্ছে। যদিও সেই নদীর জলও ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। ফলে ভবিষ্যতে আরও সমস্যার মুখোমুখি হতে চলেছে সোনবারসা গ্রামের বাসিন্দারা। বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বৃষ্টি না হওয়ার কারণে চাষের জমি নষ্ট হচ্ছে। মাটির তলায় জলস্তর কমে যাচ্ছে।
জলস্তর কমে যাওয়ার কারণে টিউবওয়েল থেকে জল উঠছে না, এমনকী শুকিয়ে যাচ্ছে নদী, পুকুর। জলের খোঁজে কয়েক কিলোমিটার দূরে যেতে হচ্ছে গ্রামবাসীদের। যদিও বাসিন্দাদের অভিযোগ, ভোটের আবহে জল সংকটের মতো সমস্যার জন্য স্থানীয় প্রশাসনকে বলেও কোনও লাভ হয়নি। এখনও পর্যন্ত প্রশাসনের কোনও আধিকারিক এসে তাঁদের সঙ্গে কথাও বলেনি। ফলে প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ তাঁরা।
#WATCH | Manendragarh-Chirmiri-Bharatpur, Chhattisgarh | The people of Gram Panchayat Sonbarsa are facing water crisis. Many villagers are dependent on rivers and crevices for their daily water needs. pic.twitter.com/7z3Pxc4KW1
— ANI (@ANI) May 30, 2024
তবে শুধু ছত্তিশগড় নয় দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে এই জল সংকটের সমস্যা চলছে। সেই সঙ্গে তীব্র দাবদাহের কারণে অগ্নিকাণ্ডেরও অনেক ঘটনা ঘটছে। কখনও জম্মুর রাজৌরি এলাকার জঙ্গলে আগুন লাগছে, কখনও আবার দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে অগ্নিকাণ্ডের খবর আসছে।