সৌরভ রাজপুত (Saurabh Rajput) খুনের ঘটনায় মেয়ের কীর্তিতে কার্যত মুষড়ে পড়েছেন মুসকানের বাবা, মা। মার্চেন্ট নেভি অফিসার (Merchant Navy Officer Killed) সৈরভ রাজপুত অত্যন্ত ভাল ছেলে ছিলেন। এমন কথা আগেই জানিয়েছিলেন খুনি মুসকানের (Muskan Rastogi) বাবা, মা। শুক্রবারও ফের ক্যামেরার সামনে মুখ খুলতে দেখা যায় মুসকান রাস্তোগির মা,বাবাকে। মুসকানের মা বলেন, কোনও সন্তান যেন বাবা-মায়ের কাছ থেকে কিছু না লুকোয়। মুসকান যদি তাঁদের সব খুলে বলত, তাহলে আজকের দিনে তাকে জেলে থাকতে হত না বলে আফশোষ করেন তার মা। মুসকানকে তাঁরা অনেকবার জিজ্ঞাসা করেছেন, কোথায় তার অসুবিধা। তবে মুসকান কখনও মুখ খোলেনি। গত ২ বছরে মুসকানের ১০ কেজি ওজন কমেছে। কী করে মুসকান স্বাস্থ্য ভেঙে পড়ে, তাঁরা জানতে পারেননি বলে তার মা জানান। মুসকানের 'ব্রেইনওয়াশ' করা হয়েছে না ও ক্রমাগত মাদকের নেশায় ডুবে গিয়েছিল, তাঁরা কিছু জানেন না। আর সেই কারণেই মুসকানকে জেলে থাকতে হচ্ছে। তাঁরা বিন্দু বিসর্গও যদি এসব বিষয়ে জানতে পারতেন, তাহলে এই দিন দেখতে হত না বলেও আফশোষ করেন সৌরভ রাজপুতের শাশুড়ি।
শুনুন কী বললেন মুসকান রাস্তোগির মা...
#WATCH | Saurabh Rajput Murder case | Meerut, UP: Accused Muskan's mother Kavita says, " I want to tell all the children out there that never hide anything from your parents. My child has committed a big mistake. I used to ask her continuously what the problem was, but she kept… pic.twitter.com/jTwgEIYqVA
— ANI (@ANI) March 21, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)