KKR Team Celebrating Holi (Photo Credit: KKR/ X)

পার্থ প্রতিম চন্দ্র: শনিবার, ২২ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে আইপিএল ২০২৫। প্রথম ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ন্স। তাদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে চিপকে খেলবে চেন্নাই সুপার কিংস (রবিবার, চেন্নাই)। সান রাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (রবিবার, হায়দরাবাদ) দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়েন্টেসের বিরুদ্ধে ম্যাচটি হবে সোমবার, কোটলায়। । গুজরাট টাইটান্স প্রথম ম্যাচে খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে (২৫ মার্চ, মঙ্গলবার, আমেদাবাদ))।

এক নজরে দেখে নেওয়া যাক এবারের আইপিএলে ১০টি ফ্র্যাঞ্চাইজির সম্ভাব্য একাদশ--

1) কলকাতা নাইট রাইডার্স (KKR):

এবারের আইপিএলে সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক মারকান্ডে, হর্ষদীপ রানা, এনরিক নোকিয়া/স্পেনসার জনসন।

(ইমপ্যাক্ট সাব- অঙ্গকৃশ রঘুবংশী/ মণীশ পান্ডে/বৈভব আরোরা।

অধিনায়ক: আজিঙ্কা রাহানে, কোচ: চন্দ্রকান্ত পণ্ডিত

তুরুপের তাস: সুনীল নারিন, হোম গ্রাউন্ড: ইডেন গার্ডেন্স (কলকাতা)

সাফল্য- তিনবারের চ্যাম্পিয়ন

---------------------

2) মুম্বই ইন্ডিয়ন্স (MI):

এবারের আইপিএলে সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, জশপ্রীত বুমরা, দীপক চাহার, রেস টপলে, ট্রেন্ট বোল্ট।

ইমপ্যাক্ট সাব- রবীন মিঞ্জ/করণ শর্মা।

অধিনায়ক: হার্দিক পান্ডিয়া, কোচ: মাহেলা জয়বর্ধনে

তুরুপের তাস: সূর্যকুমার যাদব।

হোম গ্রাউন্ড: ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বই)

সাফল্য- পাঁচবারের চ্যাম্পিয়ন

-------------------

3) চেন্নাই সুপার কিংস (CSK):

ঋতুরাজ গায়কোয়েড় (অধিনায়ক), ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার), রবীচন্দ্রন অশ্বিন, মাথিসা পাথিরানা, খলিল আহমেদ, নুর আহমেদ।। (ইমপ্যাক্ট সাব- আনশুল কাম্বোজ/মুকেশ চৌধরী)

অধিনায়ক: ঋতুরাজ গায়কোয়েড়, কোচ: স্টিফেন ফ্লেমিং।

তুরুপের তাস: রচীন রবীন্দ্র

হোম গ্রাউন্ড: এমএ চিদাম্বরম স্টেডিয়াম।।

সাফল্য- পাঁচবারের চ্যাম্পিয়ন

------------

4) সান রাইজার্স হায়দরাবাদ (SRH):

ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষাণ, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, অভিনব মনোহর, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স (অধিনায়ক), মহম্মদ সামি, হর্ষল প্যাটেল। (ইমপ্যাক্ট সাব-সচিন বেবি/সিমরজিত সিং)

অধিনায়ক: প্যাট কামিন্স, কোচ:ড্যানিয়েল ভিত্তোরি

তুরুপের তাস: ট্রাভিস হেড

হোম গ্রাউন্ড: রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম (হায়দারাবাদ)।।

সাফল্য-২০১৬ মরসুমে চ্যাম্পিয়ন

5) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রুনাল পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, রাসিখ দার/মনোজ ভানদাগে, ভূবনেশ্বর কুমার, জোস হ্যাজেলউড, যশ দয়াল। (ইমপ্ল্যাট সাব- স্বপ্নিল সিং/সূয়েশ শর্মা)

অধিনায়ক: রজত পাতিদার, কোচ: অ্যান্ডি ফ্লাওয়ার।

হোম গ্রাউন্ড: এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে।।

অধরা সাফল্য- দুবার ফাইনালে খেললেও কাপ জেতা হয়নি।

6) দিল্লি ক্যাপিটালস (DC):

ফাফ দু প্লেসি, জ্যাক ফ্রেসার-ম্যাকগুর্ক, অভিষেক পোড়েল (উইকেটকিপার), কেএল রাহুল, ত্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, মুকেশ কুমার, টি নটরাজন।। (ইমপ্যাক্ট সাব- সমীর রিজভি/মোহিত শর্মা)

অধিনায়ক: অক্ষর প্যাটেল, কোচ: হেমাঙ্গ বাদানি

তুরুপের তাস: কেএল রাহুল

হোম গ্রাউন্ড: অরুণ জেটলি স্টেডিয়াম (দিল্লি)।।

অধরা সাফল্য- ফাইনালে উঠলেও কাপ জেতা হয়নি।

7) রাজস্থান রয়্যালস (RR):

যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকশানা, সন্দীপ শর্মা। (ইমপ্যাক্ট সাব- তুষার দেশপান্ডে/কুমার কার্তিকিয়া)

অধিনায়ক: সঞ্জু স্যামসন, কোচ: রাহুল দ্রাবিড়

তুরুপের তাস:যশস্বী জয়সওয়াল।।

সাফল্য- প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন। তবে তারপর থেকে দীর্ঘ ১৬ বছর কাপ অধরা।

8) পঞ্জাব কিংস (PBKS):

জোস ইংলিস, প্রভসিমরন সিং (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল,আঝমাতুল্লা ওমরঝাই, শশাঙ্ক সিং, সূর্যাংশ শিদজে, হরপ্রীত ব্রার, মার্কো জেনসেন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। (ইমপ্যাক্ট সাব- নেহাল ওয়াধেরা/কুলদীপ সেন)

অধিনায়ক: শ্রেয়স আইয়ার, কোচ: রিকি পন্টিং

তুরুপের তাস: গ্লেন ম্যাক্সওয়েল

হোম গ্রাউন্ড: পিসিএ নিউ স্টেডিয়াম (মুল্লানপুর)

সাফল্য- একবার ফাইনালে উঠলেও কাপ জেতা হয়নি।

----------------------

9) গুজরাট টাইটান্স (GT):

শুবমন গিল (অধিনায়ক), জোস বাটলার (উইকেটকিপার), সাই সুদর্শন, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, জেরাল্ড কোতজে, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, কাগিসো রাবাদা। (ইমপ্যাক্ট সাব-মহিপাল লোমরোর/অনুজ রাওয়াত)

অধিনায়ক: শুবমন গিল। কোচ: আশীষ নেহরা

তুরুপের তাস: জোস বাটলার

হোম গ্রাউন্ড: নরেন্দ্র মোদী স্টেডিয়াম(আমেদাবাদ)

সাফল্য- ২০২২ মরসুমে চ্যাম্পিয়ন, ২০২৩-এর ফাইনালিস্ট।

--------------------

10) লখনৌ সুপার জায়েন্টস (LSG):

আইডেন মার্করাম, মিচল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), নিকোলাস পুরান, আয়ুস বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, আকাশ দীপ। (ইমপ্যাক্ট সাব-এম সিদ্ধার্থ/আরশিন কুলকার্নি)

অধিনায়ক: ঋষভ পন্থ, কোচ: জাস্টিন ল্যাঙ্গার

তুরুপের তাস: মিচেল মার্শ

হোম গ্রাউন্ড: একানা স্টেডিয়াম (লখনৌ)

অধরা সাফল্য- কাপ নেই।