প্রতীকী ছবি (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ সুপ্রিম কোর্টে(Supreme Court) বড়সড় ধাক্কা এয়ারটেল(Airtel), ভোডাফোনের(Vodafone) মতো টেলিকম সংস্থাগুলির। এ বার বিপুল জরিমানা দিতে হবে এই সংস্থাগুলিকে। আজ, বুধবার টেলিকম(Telecom) সংস্থাগুলির অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ (Adjusted Gross Revenue)পুনরায় গণনার আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ  হল টেলিকম সংস্থা ও সরকারের মধ্যে রাজস্বের হিসেব। প্রসঙ্গত, ২০১৯ সালে এয়ারটেল, ভোডাফোন সহ বেশকিছু টেলিকম সংস্থাকে ৩ মাসের মধ্যে ৯২ হাজার কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ২০২০ সালে ফের নির্দেশ দিয়ে বলা হয় অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ ১০ বছরের বেশি সময় ধরে মেটানো না হলে ৩১ মার্চের পর সেই অর্থের পরিমাণের উপরে অতিরিক্ত ১০ শতাংশ অর্থ দিতে হবে। এই নির্দেশের পর স্প্রেকট্রাম চার্জ এবং লাইসেন্স ফিয়ের হিসেবে গরমিল রয়েছে এই দাবিতে টেলিকমিউনিকেশন দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় টেলিকম সংস্থাগুলি। সেই মামলারই রায় দিল শীর্ষ আদালত।

বড়সড় আর্থিক ক্ষতির মুখে ভোডাফোন, এয়ারটেল