
দিল্লির সিলামপুরে (Seelampur) নাবালক হত্যাকাণ্ডে গ্রেফতার সমস্ত অভিযুক্ত। বৃহস্পতিবারের ঘটনার পর থেকে দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল দফায় দফায় তল্লাশি অভিযান শুরু করে। তারপরেই রবিবারের মধ্যে সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। যার মধ্যে ২ নাবালক ও ২ মহিলা সামিল। মহিলাদের মধ্যে মূল অভিযুক্ত লেডি ডন জিকরাও (Zikra) রয়েছেন। সূত্রের খবর, ধৃতদের মধ্যে কয়েকজনের থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। পুলিশসূত্রে খবর, অভিযুক্তদের মাধ্যমে গ্যাংয়ে জড়িত বড় মাথাদের ধরার চেষ্টা করছে দিল্লি পুলিশ। যদিও সিলামপুরের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষ সমস্ত অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করে ফেলেছে পুলিশ।
সিলামপুরে নাবালক খুনের ঘটনায় গ্রেফতার সমস্ত অভিযুক্ত
গত বৃহস্পতিবার সিলামপুরের জে ব্লকে বছর ১৭-এর তরুণকে কুপিয়ে খুন করে পাঁচজন। ঘটনার দিন এলাকার একটি দোকান থেকে দুধ কিনতে বেরিয়েছিল ওই কিশোর। তখনই তাঁর ওপর হামলা চালানো হয়। এই ঘটনার নেপথ্যে ছিল জিকরার নাবালক ভাই। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্তরা। ঘটনার পর মৃতের পরিবারের সদস্যরা দেহ আগলে বিক্ষোভ দেখায়। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে প্রতিবাদীদের সঙ্গে বচসাও হয়। তারপর পুলিশ আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে দেন তাঁরা।
গ্রেফতার দিল্লির লেডি ডন
ঘটনার তদন্তে নেমে শুক্রবার জিকরা সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। লেডি ডন জিকরা বিগত কয়েকবছরে ওই এলাকায় একাধিক বেআইনি কাজকর্মে জড়িয়ে পড়ে। এমনকী আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকায় লুটপাট চালাত সে। তাঁর গ্যাংয়ে ছিল বেশ কয়েকজন নাবালক কিশোর। এর আগেও বেআইনি অস্ত্র রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তবে খুনের অভিযোগে এই প্রথমবার গ্রেফতার করা হল তাঁকে।