আভা পল (Aabha Paul) তাঁর অনুরাগীদের জন্য এবার এক সাহসী লুকে। একটি রিল ভিডিও পোষ্ট করেছেন তিনি। সোশ্যাল মাধ্যমে পোষ্ট করার সঙ্গে সঙ্গে আলোড়ন তৈরি হয়েছে। । পরেছেন কালো স্যাটিন গাউন। হালকা মেকাপে অদ্ভুত অভিব্যক্তি। গাউনের ফাঁক দিয়ে বুকের অনেকটা অংশ উন্মুক্ত। বুকের ট্যাটু দেখা যাচ্ছে। এক সেক্সি লুক।
আভার এই সাজ ও সৌন্দর্য দেখে চোখ সরাতে পারছে না ভক্তরা। আধুনিক হোক বা ভারতীয়, সাজ যেমনই হোক বোল্ড হট ও সেক্সি লুকের জন্য জনপ্রিয় আভা পল। সোশ্যাল মিডিয়াতেও হট ও সেক্সি লুকের জন্যই খুব জনপ্রিয় আভা। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখা যায় আভাকে। নিয়মিত নতুন নতুন লুকের ছবি এবং ভিডিও শেয়ার করেন তিনি।
সেক্সি পোজে ফটোশুট করতে দেখা যায় তাকে। এই ছবি পোস্ট করতেই ঝড় উঠেছে মন্তব্যের, পোস্টের কমেন্ট বক্সে অনেকেই প্রশংসা করেছে সেক্সি পোজের। ট্রিপল এক্স এবং গন্দি বাতের মতো ওয়েব সিরিজ থেকে জনপ্রিয়তা অর্জন করে অভিনেত্রী আভা পল। ওয়েব সিরিজের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হওয়ায় অ্যাক্টিভ থাকতেও দেখা যায় আভাকে। সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল আভা পলের সেক্সি লুকের ছবি।
কেউ আভা পালকে দেখে মোহিত আবার কেউ তাঁকে ভালবাসা জানান। সবকিছু মিলিয়ে নিজের ভিডিয়ো শেয়ার করতেই,আভা পালের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একের পর এক মন্তব্যে কার্যত ভরে উঠতে শুরু করে।২০১৩ সালে কামসূত্র থ্রিডি ছবিতে প্রথমবার দেখতে পাওয়া গিয়েছিল অভিনেত্রী আভাকে। এছাড়া গন্দি বাত এবং ট্রিপল এক্সের মতো ওয়েব সিরিজেও বোল্ড চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। সাধারণত বোল্ড লুকের জন্য জনপ্রিয়তা অর্জন করেছে আভা। তাই সোশ্যাল মিডিয়াতেও বেশিরভাগ সময় বোল্ড লুকেই দেখতে পাওয়া যায় আভাকে। তার যেকোনও পোস্ট খুব পছন্দ করে তার ভক্তরা।