ইন্দোর, ৭ মে: দোতলা বাড়িতে আগুন (Fire) লেগে মৃত্যু হল ৭ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) স্বর্ণ বাগ কলোনিতে। ৯ জনকে উদ্ধার করা হয়েছে। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। দমকলের এক আধিকারিক বলেছেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে তাদের।
ঘটনাস্থলে উপস্থিত ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র এএনআইকে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুসারে বাড়ির ভিতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
দেখুন ছবি:
#UPDATE | Seven people died in the fire that broke out in a two-storey building in Indore, Madhya Pradesh: Indore Police Commissioner Harinarayana Chari Mishra to ANI
Latest visuals from the spot. pic.twitter.com/E6wXhytkl3
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 7, 2022
Madhya Pradesh | Five people charred to death after a fire broke out in a two-storey building in Indore.
The Fire official says, "The fire might have started through a short circuit. It took us 3 hours to bring the fire under control. pic.twitter.com/FNDeDWgm1x
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 7, 2022
পুলিশ কমিশনার বলেছেন, "৭ জন মারা গিয়েছেন এবং ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা এখনও পর্যন্ত ৯ জনকে উদ্ধার করেছেন।"