দুর্ঘটনার কবলে পুরীগামী নন্দন কানন এক্সপ্রেস (ছবিঃX)

নয়াদিল্লিঃ দেশে ফের রেল দুর্ঘটনা(Rail Accident)। দু'ভাগে বিভক্ত হয়ে গেল পুরীগামী(Puri) নন্দন কানন এক্সপ্রেস(Nandan Kanan Express )। ২০০ মিটার দূরে ছিটকে গেল ৬ টি বগি। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে পুরীগামী ডাউন নন্দন কানন এক্সপ্রেস। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ ছাড়ার কথা ছিল এই ট্রেনটি। প্রায় ২ ঘণ্টা দেরিতে ত দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছয় ট্রেন। সঙ্গে সঙ্গে ট্রেনে উঠতে শুরু করেন যাত্রীরা। এরপর ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি চলতে শুরু করলেই ঘটে বিপত্তি। প্রায় ৬ কিলোমিটার চলার পর এস৪ স্লিপার কোচের ৬ টি বগি আলাদা হয়ে ২০০ মিটার এগিয়ে যায়। পিছনে পড়ে যায় বাকি এসি কোচ, প্যান্ট্রিকার, গার্ড-বগি সহ ১৫ টি কামড়া। বিপদ বুঝে দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক।

চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন ৬ টি বগি, আতঙ্কিত যাত্রীরা

প্রথমে কিছুক্ষণের জন্য কী ঘটেছে তা বুঝে উঠতে পারেননি যাত্রীরা। পরে দুর্ঘটনার কথা জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে ট্রেনটি ধীর গতিতে থাকায় এই ঘটনায় কেউ আহত হননি। এই ঘটনার প্রায় ১ ঘণ্টা পর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে ফিরিয়ে আনা হয় ট্রেনটিকে। রাত সাড়ে বারোটা পর্যন্ত চলে মেরামতির কাজ। এরপর উভয় ট্রেনের অংশ সংযুক্ত করে পুরীর দিকে রওনা দেয় নন্দন কানন এক্সপ্রেস।

 চলতে চলতে বিচ্ছিন্ন বগি, দুর্ঘটনার কবলে পুরীগামী নন্দন কানন এক্সপ্রেস