Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বর্তমানে অনলাইন গেমের (Online Game)নেশায় আসক্ত অনেকেই। আর এবার এই আসক্তির(Addiction) জেরে নিজের পরিবারকে শেষ করে দিল ২১ বছরের তরুণ। অনলাইন গেমের প্রতি তার আসক্তি নিয়ে দু'চার কথা বললে বাবা-মা সহ দিদিকে খুন করল যুবক।

অনলাইন গেমে আসক্তির জেরে পরিবারকে খুন করল তরুণ

হাড়হিম করা ঘটনাটি ঘটেছে ওড়িশার(Odisha) জগৎসিংপুর থানার অন্তর্গত জয়াবাসা সেথি শাহি এলাকায়। ধৃত যুবকের নাম সূর্যকান্ত সেথি। দীর্ঘদিন ধরেই অনলাইন গেমে আসক্ত ছিল সে। দিনরাত মোবাইল ফোনে মুখ গুঁজে বসে থাকত। ছেলের আচরণে অসন্তুষ্ট ছিলেন বাবা-মা। তার অনলাইন গেমে মগ্ন থাকা নিয়ে মাঝে-মধ্যেই বাড়িতে বচসা চলত। আর সেই বচসা চরমে পৌঁছতে পাথর দিয়ে থেঁতলে মা-বাবা ও দিদিকে হত্যা করে সে। খুন করে বাড়ি ছেড়ে পালায় সে। পরে ওই এলাকা থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন সূর্যকান্তের বাবা প্রশান্ত সেথি ওরফে কালিয়া(৬৫), মা কনকলতা(৬২) এবং তার দিদি রোসালিন(২৫)। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে খুনে মামলা রুজু করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অনলাইন গেমে আসক্তি, মা-বাবা বকাবকি করলে গোটা পরিবারকে খুন তরুণের